Success Story: সহপাঠীরা নাতিনাতনিদের থেকেও ছোট, ৯২ বছর বয়সে প্রথম লিখতে পড়তে শিখলেন বৃদ্ধা

Last Updated:

Success Story: খুদে স্কুলপড়ুয়ারাও তাদের বৃদ্ধা সহপাঠিনীকে দেখতে এখন অভ্যস্ত

খুদে স্কুলপড়ুয়ারাও তাদের বৃদ্ধা সহপাঠিনীকে দেখতে এখন অভ্যস্ত (ছবি: নেটমাধ্যম)
খুদে স্কুলপড়ুয়ারাও তাদের বৃদ্ধা সহপাঠিনীকে দেখতে এখন অভ্যস্ত (ছবি: নেটমাধ্যম)
বুলন্দশহর: বাড়ির উল্টোদিকেই সরকারি প্রাথমিক স্কুল। প্রতিদিন তাঁর ঘুম ভাঙত পড়ুয়াদের কলতানে। তাঁরও ইচ্ছে করত ওদের সঙ্গে ক্লাসঘরে বসে পড়াশোনা করতে। মনের ভিতরে অনুভব করতেন আক্ষেপের জ্বালা। অবশেষে তাঁর সেই কষ্ট প্রশমিত হয়েছে। নাতিপুতিদের বয়সি ওই পড়ুয়াদের সঙ্গে পড়াশোনা করে তিনি সদ্য পাশ করেছেন পরীক্ষায়। ৯২ বছর বয়সি সলিমা খানের নামের পাশে বসেছে ‘সাক্ষর’ পরিচয়। নবতিপরের কৃতিত্বে উদ্ভাসিত উত্তরপ্রদেশের বুলন্দশহরের চাওলি গ্রাম।
খুদে স্কুলপড়ুয়ারাও তাদের বৃদ্ধা সহপাঠিনীকে দেখতে এখন অভ্যস্ত। তাদের সঙ্গে বসেই দন্তহীন মুখে পড়া মুখস্থ করা, পড়া দেওয়া, লেখার কাজ পাল্লা দিয়ে করেছেন সলিমা। গত ৬ মাস ধরে পড়াশোনার পর সলিমা এখন পড়তে ও লিখতে পারেন। নাম সই করতে পারেন। নির্ভুল হিসেবে গুনতে পারেন টাকাও। ১ থেকে ১০০ পর্যন্ত তিনি গুনছেন, সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।
advertisement
প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষিকা ডক্টর প্রতিভা শর্মা বলেছেন, ‘‘সলিমা প্রায় ৮ মাস আগে আমাদের কাছে আসেন। অনুরোধ করেন তাঁকে যেন ক্লাস করতে দেওয়া হয়। এত বৃদ্ধাকে লেখাপড়া করানো কঠিন কাজ। তাই আমরা প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। তবে জীবনের উপান্তে পড়ার প্রতি তাঁর আগ্রহ অনুপ্রাণিত করেছে শিক্ষিকাদেরও। তাঁকে প্রত্যাখ্যান করার মতো হৃদয় আমাদের ছিল না।’’
advertisement
advertisement
গ্রামেও দৃষ্টান্ত তৈরি করেছেন সলিমা। তাঁর দেখানো পথে পা রেখে আরও ২৫ জন মহিলা স্কুলে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে আছেন সলিমার দুই পুত্রবধূও। স্কুলে তাঁদের জন্য আলাদা সেশন তৈরি করা হয়েছে।
সলিমার নাতবৌ ফিরদৌস তাঁকে হাত ধরে রোজ স্কুলে নিয়ে যান। আবার ছুটির পর তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন। ফিরদৌসের কথায়, ‘‘এই বয়সে এরকম নিষ্ঠা সত্যি অনুপ্রেরণা দেয়। উনি দুর্বল। চলাফেরার সময় তাঁর সাহায্য দরকার। তবে রোজ সকালে ঘুম থেকে উঠে ঠিক স্কুলের জন্য তৈরি হয়ে যান। তাঁকে এভাবে পড়াশোনা করতে দেখে আমরাও আশায় উদ্দীপ্ত হয়ে উঠি।’’
advertisement
সলিমা নিজে বলছেন, ‘‘আমার প্রথম দিনটার কথা মনে আছে যে দিন প্রধানশিক্ষিকা আমাকে একটি বই দিয়েছিলেন। আমার হাত কাঁপছিল। কী করে একটা কলম ধরতে হয়, সেটাও আমি জানতাম না। ভয় পেলেও মনে ছিল বাঁধনহারা আনন্দ। আমার বিয়ে হয়েছিল ১৪ বছর বয়সে। সে সময় আমাদের গ্রামে কোনও স্কুল ছিল না। তার পর সন্তান হল, সংসারে জীবন এগোতে থাকল তার নিজের মতো করেই। কিন্তু একবারেই না হওয়ার থেকে দেরিতে হলেও ভাল জিনিস হওয়া ভাল।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: সহপাঠীরা নাতিনাতনিদের থেকেও ছোট, ৯২ বছর বয়সে প্রথম লিখতে পড়তে শিখলেন বৃদ্ধা
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement