বর্ষায় স্পর্শকাতর ত্বক ভাল রাখতে বাড়িতেই তৈরি করে নিন বডি ওয়াশ
- Published by:Proma Mitra
- news18 bangla
Last Updated:
বাজারচলতি নয়, বর্ষাকালে বাড়িতেই তৈরি করে নিন বডি ওয়াশ৷
বর্ষাকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে৷ ফলে এই সময় ত্বক আর্দ্রতা হারায়৷ বিশেষ করে স্নানের পর শরীর থেকে শুষে নেয় ক্ষারযুক্ত সাবান৷ ফলে এই সময় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে একটু বেশিই যত্নের প্রয়োজন৷ তাই বাজারচলতি নয়, বর্ষাকালে বাড়িতেই তৈরি করে নিন বডি ওয়াশ৷ স্পর্শকাতর ত্বক হলে বর্ষাকালে অবশ্যই এই বডি ওয়াশ ব্যবহার করবেন৷
কী কী লাগবে
ক্যাস্টাইল সোপ- ৩/৪ কাপ
advertisement
আমন্ড অয়েল-৩/৪ কাপ
কাঁচা মধু-আধ কাপ
রোজ এসেনশিয়াল অয়েল-১০ ফোঁটা
লেমন গ্রাস এসেনশিয়াল অয়েল-৫ ফোঁটা
কীভাবে বানাবেন
সব উপকরণ একসঙ্গে বাটিতে মিশিয়ে নিন৷ ডিসপেনসার পাম্পযুক্ত বোতলে এই মিশ্রণ ভরে নিন৷ এই শাওয়ার জেল নিয়মিত ব্যবহার করতে পারেন৷ তবে অবশ্যই স্নানের সময় লুফা ব্যবহার করবেন৷
advertisement
উপকারিতা: কাঁচা মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে৷ একজিমা, বডি অ্যাকনে, সোরিয়াসিসের মতো সমস্যাও দূরে রাখে৷ স্পর্শকাতর ত্বকের জন্য এই বডি ওয়াশ খুবই উপকারি৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2019 4:05 PM IST