Viral Love Story: ৬৯ বছরের দাম্পত্য শেষে মৃত্যুর পরও চোখে আনলেন এই যুগল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Love Story: পাশাপাশি বিছানায় তাঁরা ছিলেন রোগশয্যায়। অসুস্থতা সত্ত্বেও দু’জনের শীর্ণ হাত ধরে থাকত একে অপরকে
টেনেসি : আমেরিকার টেনেসি-র বাসিন্দা ভার্জিনিয়া এবং টমি স্টিভেন্স জীবনের উপান্তে পৌঁছে ভাইরাল হয়েছিলেন। কিছু দিন আগে এই দম্পতি চলে গিয়েছেন না ফেরার দেশে। মৃত্যুর পরও ট্রেন্ডিং তাঁদের গল্প। আবেগে চোখের কোল ভিজে উঠছে নেটিজেনদের। প্রায় ৬৯ বছরের দাম্পত্য কাটানোর পর তাঁদের যাত্রা থেমেছে। হাই স্কুলের প্রেমিক প্রেমিকা ছিলেন তাঁরা। জীবনের শেষ কিছু বছর তাঁরা কাটিয়েছেন হাসপাতালে। পাশাপাশি বিছানায় তাঁরা ছিলেন রোগশয্যায়। অসুস্থতা সত্ত্বেও দু’জনের শীর্ণ হাত ধরে থাকত একে অপরকে৷
৬৯ তম বিবাহবার্ষিকীর কিছু দিন আগেই গত ৮ সেপ্টেম্বর ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন টমি স্টিভেন্স৷ তাঁর মৃত্যুর ৯ দিন পর মৃত্যু হয় স্ত্রী ভার্জিনিয়ারও৷ স্টিভেন্স ঘরনিরও বয়স হয়েছিল ৯১ বছর৷ জীবনের শেষ দিনগুলো ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে কাটালেও তাঁদের মুখের হাসি মিলিয়ে যায়নি৷ বৃদ্ধ দম্পতিকে ঘিরে ছিল পরিবারের ভালবাসা ও উষ্ণতাও৷
advertisement
advertisement
advertisement
১৯৩১ সালের ২৫ ডিসেম্বর কিংসপোর্টে জন্ম টমি স্টিভেন্সের৷ অন্যদিকে সে বছরই মার্চে জেফারসন শহরে জন্ম ভার্জিনিয়ার৷ পরবর্তীতে ভার্জিনিয়ার পরিবার থাকতে আসেন কিংসপোর্টে৷ সেখানেই হাই স্কুলে শুরু প্রেমপর্ব৷ কৈশোর প্রেম এক দিন পৌঁছয় বিয়ের সম্পর্কে৷ তার পর দীর্ঘ দাম্পত্যে শাশ্বত হয় প্রেম৷
সেনাবাহিনীতে টমির চাকরি উপলক্ষে আমেরিকার বিভিন্ন শহরে থেকেছেন স্টিভেন্স দম্পতি৷ বার্ধক্যে অসুস্থতার কারণে টমিকে রাখা হয় ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে৷ কিছু দিন পর সেখানে আসেন অসুস্থ ভার্জিনিয়াও৷ জীবনের শেষ কিছু বছরও কাটল দোঁহে, পাশাপাশি৷ মৃত্যুও এল কিছু দিনের ব্যবধানেই৷ সখা থেকে স্বামী হওয়া স্টিভেন্স চলে যাওয়ার ৯ দিন পর চিরঘুমের দেশে জায়গা হল স্ত্রী ভার্জিনিয়ারও৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2023 12:23 PM IST