Spring Festival: মূল উপকরণ শালগাছের নতুন ফুল! রাঙা ফাল্গুনে আদিবাসীদের প্রকৃতির উপাসনা পুরুলিয়ায়
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tribal Festival: প্রকৃতির কোলে শাল গাছের নীচে চলে পুজো অর্চনা। ঢোল, ধামসা সাঁওতালি নৃত্যের মাধ্যমে এই পুজোর আয়োজন হয়ে থাকে
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : আদিবাসীদের সম্প্রদায়ের মানুষদের কাছে অন্যতম বড় উৎসব সাহরুল। ফাল্গুন মাসের শুরুতে এই উৎসবের সূচনা হয়। চলে দোল পূর্ণিমা পর্যন্ত। এই পুজোর মধ্যে দিয়ে প্রকৃতির আরাধনা করে থাকেন তাঁরা। অযোধ্যা পাহাড়ের রাঙা গ্রামে সূচনা হয় এই উৎসবের। প্রকৃতির কোলে শাল গাছের নীচে জাহের থানে চলে পুজো অর্চনা। ঢোল, ধামসা সাঁওতালি নৃত্যের মাধ্যমে এই পুজোর আয়োজন হয়ে থাকে। এই অনুষ্ঠানে আদিবাসীদের সঙ্গে যোগ দিতে দেখা যায় জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। মিষ্টির প্যাকেট ও উপহার নিয়ে হাজির হন তিনি।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আদিবাসী ভাই বোনেদের কাছে একটি বড় উৎসব এটি। এই উৎসবে তাদের পাশে থাকতে পেরে আমাদের খুবই ভাল লাগছে। ছোট থেকে বড় সকলেই উৎসবের আনন্দে মেতে উঠেছে। আমরাও যে তার অংশ হতে পেরেছি এটা খুবই ভাল লাগার। এ বিষয়ে এই পুজোর পূজারী সীতারাম মুর্মু বলেন, পূর্বপুরুষদের সময়কাল থেকে এই পুজো হয়ে আসছে। প্রকৃতির পুজো করেন তাঁরা। রাঙা গ্রামে সকলে একত্রিত হয়ে এই পুজোর আয়োজন করেছে।
advertisement
আরও পড়ুন : কটূক্তি চিরসঙ্গী, সম্পর্ক ভেঙেছেন স্বামী, নাচের ছন্দেই প্রতিকূলতা পাড়ি কোয়েলের
এ বিষয়ে রাঙা গ্রামের বাসিন্দা বিপনকুমার মুর্মু বলেন, শালগাছের নতুন ফুল দিয়ে এই পুজো হয়। প্রাচীন কাল থেকে এই পুজো হয়ে আসছে। তাদের কাছেই পুজোর বিরাট মাহাত্ম্য রয়েছে। প্রকৃতির আরাধনার মধ্য দিয়ে তাঁরা এই পুজো সম্পন্ন করেন। বাঁধনা সহরায়ের মত সাহরুল উৎসব অন্যতম একটি উৎসব। আদিবাসীরা প্রকৃতির পূজারী। তাই তাঁদের পুজোর অন্যতম অংশ প্রকৃতির আরাধনা। সাহরুল তার মধ্যে অন্যতম।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2025 1:43 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Spring Festival: মূল উপকরণ শালগাছের নতুন ফুল! রাঙা ফাল্গুনে আদিবাসীদের প্রকৃতির উপাসনা পুরুলিয়ায়