Durga Puja Fashion: সোনা-রূপো ভুলে যান, এবার পুজোর ফ্যাশনে বাজার কাঁপাচ্ছে এই ট্রেন্ডি গয়না, শাড়ির সঙ্গে ম্যাচ করে পরলেই আপনিই 'পুজোর মধ্যমণি'

Last Updated:

Durga Puja Fashion: পুজোর ফ্যাশনে চমক, ক্লে জুয়েলারি বাদ দিয়ে কিনুন এই জুয়েলারি, গৃহবধূর হাতে তৈরি গয়না অবাক করবে।

+
এমব্রয়ডারি

এমব্রয়ডারি জুয়েলারি 

দাঁতন, পশ্চিম মেদিনীপুর,রঞ্জন চন্দ: বাজার ছেয়েছে বিভিন্ন ধরনের জুয়েলারিতে। তবে এবার সাধারণ কোনও অনুষ্ঠান হোক কিংবা পুজোর ফ্যাশন, সোনার রুপোর গয়না বাদ দিয়ে এবার চাহিদা বাড়ছে হ্যান্ডমেড জুয়েলারির। তবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই পুজোর ফ্যাশনে ছিল ক্লে অথবা ফেব্রিক জুয়েলারি। তবে পুজোতে নতুন ফ্যাশন! দামে কম এবং অত্যন্ত হালকা এই জুয়েলারির চাহিদা বাড়ছে দিন দিন। এতটা পরিচিত না হলেও সূক্ষ্ম কাজ এবং শিল্প ভাবনা ও নিপুণতা পুজোর ফ্যাশনে ট্রেন্ডিং। পুজোতে এবার ব্যবহার করুন এমব্রয়ডারি জুয়েলারি। বাড়িতে অন্যান্য কাজ সামলে এক গৃহবধূ তৈরি করছেন বিভিন্ন ধরনের এমব্রয়ডারি জুয়েলারি। প্রতিমাসে মিলছে রোজগার।
দিন দিন বদলাচ্ছে মানুষের রুচি। বদল আসছে মানুষের চাহিদাতেও। সোনা রুপোর ভারী গয়নার পরিবর্তে মানুষের চাহিদা বেড়েছে হাতে তৈরি কাস্টমাইজ বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারিতে। আর বাড়িতে বসেই এক গৃহবধূ তৈরি করছেন নতুন ধরনের এই জুয়েলারি। ক্লে কিংবা জাঙ্ক জুয়েলারি নয়, এবার সামান্য রঙিন সুতো দিয়ে তৈরি করছেন নানান সুন্দর সুন্দর গয়না। গলার হার থেকে কানের দুল, এমনকি হাতের চুড়ি ও হেয়ার ব্যান্ডেও থাকছে এমব্রয়ডারির কাজ।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে শুক্রের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৫ রাশি হবে রাজা, অঢেল টাকা-সম্পত্তিতে ভরবে ঘর, যা ছোবে তাই সোনা
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের ধনেশ্বরপুর এলাকার বাসিন্দা মৌমিতা জানান, বাড়ির অন্যান্য কাজের অবসরে এই ধরনের এমব্রয়ডারি জুয়েলারি বানিয়ে বিক্রি করছেন অনলাইন এবং অফলাইন মাধ্যমে। মূলত পাইকারি দরে বিক্রি হচ্ছে তার হাতে তৈরি এই সমস্ত জুয়েলারি। দাম রয়েছে মাত্র ২৫ টাকা থেকে প্রায় ৫০০ টাকা পর্যন্ত। প্রসঙ্গত সামান্য সুতো দিয়ে এই জুয়েলারি তৈরি হওয়ার কারণে অত্যন্ত হালকা হয়। শুধু তাই নয়, বিভিন্ন রঙিন সুতোয় কাজ করা থাকলে দেখতে অসাধারণ লাগে। বেশ কয়েক মাস ধরেই নিজের ছোটবেলার শখ ও শেখাকে কাজে লাগিয়েছেন ব্যবসায়। সামান্য উপকরণ ও সুতো দিয়ে তৈরি করছেন এই সমস্ত জুয়েলারি। অনলাইন মাধ্যমে তার স্থানীয় এলাকার পাশাপাশি বিক্রি হচ্ছে, দিল্লি কাশ্মীর-সহ একাধিক জায়গায়। যার থেকে মিলছে লাভ।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
প্রসঙ্গত, সংগঠিতভাবে এই কাজ করলে প্রতিমাসে এক একজনের রোজগার হতে পারে প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত। প্রতিমাসে এই গৃহবধুর মিলছে উপার্জন। স্বাভাবিকভাবে বাড়িতে বসে অন্যান্য কাজের পাশাপাশি এই সমস্ত জুয়েলারি বানিয়ে বেশ রোজগার হচ্ছে তার। পুজোর ফ্যাশনে জুড়েছে এমব্রয়ডারি জুয়েলারি।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Fashion: সোনা-রূপো ভুলে যান, এবার পুজোর ফ্যাশনে বাজার কাঁপাচ্ছে এই ট্রেন্ডি গয়না, শাড়ির সঙ্গে ম্যাচ করে পরলেই আপনিই 'পুজোর মধ্যমণি'
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement