Travel Tips: শীতে ঝাঁকে ঝাঁকে উড়ে পরিযায়ীরা! মনোরম দৃশ্য দেখতে ভিড় পর্যটকদের, কোথায় জানেন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Travel Tips: বহু ঝিল ভরতি হয়ে যায় এই পরিযায়ী পাখিতে। প্রতি বছর শীতেই ঝাঁকে ঝাঁকে উড়ে আসে তারা।
পশ্চিম মেদিনীপুর: ঘুরতে যেতে কমবেশি সকলেই পছন্দ করেন। আর ডিসেম্বর মানেই ঘুরতে যাওয়ার মরশুম। এই মরশুমে প্রত্যেকেই নিত্যনতুন ডেস্টিনেশনের খোঁজ করেন। তাও যদি হয় একদম অফবিট জায়গা, তবে তো আর কোনও কথাই নেই! অনেকবার তো পাহাড় কিংবা সমুদ্র ঘুরে এসেছেন! তবে এই শীতে আপনার ডেস্টিনেশন হোক প্রত্যন্ত গ্রামের এই জায়গা। সবুজ প্রান্তর, গ্রামীণ পরিবেশের সঙ্গে বিভিন্ন পরিযায়ী পাখির সমাবেশ আপনাকে এক আলাদা শান্তি দেবে। প্রতিবছর জেলার ঘাটাল মহকুমার কয়েকটি জায়গা হয়ে উঠে ট্যুর ডেস্টিনেশন। কলকাতার খুব কাছেপিঠে হওয়ায় বহু মানুষ আসে এখানে। একদিন কাটানোর সঙ্গে মন ভরে বিভিন্ন ছবি তোলেন সকলে, বিশেষ করে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের কাছে এক নতুন ডেস্টিনেশন।
পশ্চিম মেদিনীপুর জেলা বিখ্যাত একাধিক দর্শনীয় ইতিহাস ক্ষেত্রের জন্য। তবে শুধুমাত্র এই শীতকালে ঘাটাল মহকুমার একাধিক জায়গা হয়ে ওঠে অস্থায়ী ট্যুর ডেস্টিনেশন। সারা বছর ধরে এই গ্রামগুলি চর্চায় না থাকলেও শীতকালে বেশ চর্চায় উঠে আসে। গ্রামীণ বেশ কয়েকটি ঝিল, জলাশয় ভরে যায় বিভিন্ন পরিযায়ী পাখিতে। মাস দুই থাকার পর আবার নিজ গন্তব্যে চলে যায় এই পাখিরা। স্বাভাবিকভাবে অফবিট ডেস্টিনেশন এই জায়গা।
advertisement
ঘাটাল মহকুমার খড়ার-সহ একাধিক গ্রাম গুলির জলাশয় শুধুমাত্র শীতকালে আগমন হয় পরিযায়ী পাখির। যাদের দেখতে অনেকটাই হাঁসের মত। তবে হাঁসের থেকে অনেকটাই ভিন্ন, আকারে বেশ ছোট। পক্ষী বিশেষজ্ঞরা মনে করেন এই পাখি আসলে বালি হাঁস। সাধারণত এই হাঁস জাতীয় পাখি উড়তে পারে। এক জলাশয় থেকে অন্য জলাশয়ে উড়ে উড়ে তারা পৌঁছয়। তবে মূলত ডিসেম্বরে তারা দূর-দূরান্ত থেকে তাদের প্রিয় জায়গায় এসে জনন এবং বংশবিস্তারের পর শীতের শেষে তারা চলে যায়। স্বাভাবিকভাবে এই ক’টা মাস ছোট থেকে বড় বিভিন্ন আকৃতির এই বালি হাঁস দেখতে পাওয়া যায় ঘাটাল মহকুমার একাধিক জলাশয়ে।
advertisement
advertisement
প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে। গ্রামের মানুষেরা লক্ষ্য নজর রেখেছে এই পরিযায়ী পাখিগুলির। গ্রাম এবং প্রশাসনের তরফে এই পাখিগুলির যাতে কোনওর কম অসুবিধা না হয়, তার নজরদারি রাখা হয়েছে। স্বাভাবিকভাবে পরিচিত জায়গা বাদ দিয়ে, সারাদিন কাটান এখানে। ছোট থেকে বৃদ্ধ সকলেরই বেশ পছন্দের হবে এই ঝিলগুলো। সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে গ্রামীণ পরিবেশে এই পরিযায়ী পাখির সমাবেশ দেখে।
advertisement
রঞ্জন চন্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2024 5:29 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel Tips: শীতে ঝাঁকে ঝাঁকে উড়ে পরিযায়ীরা! মনোরম দৃশ্য দেখতে ভিড় পর্যটকদের, কোথায় জানেন