Travel Tips: শীতে ঘুরে আসুন 'স্বপ্নের দেশে'! সময় লাগে কম, ভিড়ও নেই, কোথায় যাবেন, রইল টিপস

Last Updated:

Travel Tips: একদিনের ছুটিতে ঘুরে দেখুন বাংল-ওড়িশা সীমানায় থাকা বেশ কয়েকটি ঐতিহাসিক এবং প্রাচীন নিদর্শন। রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাধ।

+
রাজবাড়ী 

রাজবাড়ী 

পশ্চিম মেদিনীপুর: ঘুরতে যেতে পছন্দ করেন? প্রতি বছর শীতে দূর-দূরান্তে ট্যুর করেন? তবে এবার নতুন জায়গায় ঘুরে আসুন। এক দিনের ছুটিতে ঘুরে দেখুন বাংলা ওড়িশা সংলগ্ন এলাকার একাধিক জায়গা। রাজবাড়ি থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাঁধ এমনকি ইতিহাস ক্ষেত্র। যা আপনার মন মুগ্ধ করবে। পশ্চিমবঙ্গের সীমানায় রয়েছে এমন সুন্দর সুন্দর বেশ কয়েকটি ট্যুর ডেস্টিনেশন, যার নাম হয়তো শুনলেও আপনি ঘুরে দেখেননি। তবে এই শীতে আপনার ডেস্টিনেশন হোক সীমানা বাংলার এই কয়েকটি জায়গা। পরিবার-পরিজনকে নিয়ে ঘুরে এলে মন ভাল হয়ে যাবে। নিমেষে দূর হবে সারা সপ্তাহের ক্লান্তি। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/azgk1NeK4Tcj1sGKA
ওড়িশা সীমানার দাঁতন থেকে সামান্য কিছুটা দূরে বর্তমানে ওড়িশা রাজ্যের অধীন রাজবাড়ি, ইতিহাসক্ষেত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি কৃত্রিম বাধ ঘুরে দেখলে আপনার মন ভাল হয়ে যাবে। বাংলা-ওড়িশা সীমানা দাঁতন থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরেই রয়েছে লক্ষণনাথ রাজবাড়ি। বিশাল এলাকা জুড়ে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে রাজাদের তৈরি অট্টালিকা, রয়েছে একাধিক শিবের মন্দির, দুর্গা মণ্ডপ-সহ একাধিক দেখার জিনিস। রাজবাড়ির ভিতরেও ঘুরে দেখা যাবে। লক্ষণনাথ রাজবাড়ি থেকে সামান্য কিছুটা দূরেই রয়েছে রাইবোনিয়া ফোর্ট। এমন সুন্দর একটি ইতিহাস প্রসিদ্ধ জায়গা রয়েছে কলকাতা থেকে খুব কাছেপিঠে। বাংলা-ওড়িশা সীমানা এলাকা নয়াগ্রাম ব্লকের নেকড়াশোল থেকে মাত্র দু’থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে ওড়িশার রাইবনিয়া ফোর্ট বা দুর্গ।
advertisement
চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা বাংলা-ওড়িশা সীমানা এলাকায় রয়েছে এই দুর্গ। ইতিহাস ঘেঁটে জানা যায়, ওড়িশা রাজারা কটক এবং পুরী শহরকে রক্ষা করার জন্য সুবর্ণরেখা নদীর পশ্চিম তীরে রাইবনিয়া দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন। এই দুর্গের গঠনশৈলী, সামনে থাকা মন্দির এবং গ্রামীণ এলাকায় এই ইতিহাস-ক্ষেত্র ঘুরে দেখলে আপনার মন ভাল হবে। জানতে পারবেন তৎকালীন সময়ের নানা ইতিহাস। বর্তমানে বাংলা ওড়িশা সীমানা থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে অবস্থিত রাইবনিয়া দুর্গ, ওড়িশা সরকারের অধীনে থাকলেও তৎকালীন সময়ে ভারতের ইতিহাসে এক অন্যতম ক্ষেত্র। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/MxKAsFrvtc8f16o98
advertisement
advertisement
এছাড়াও এই দুর্গ থেকে মাত্র দু’কিলোমিটার দূরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা রাজবাঁধ। সবুজ গাছে ঘেরা একটি বাঁধ, যেখানে কিছুক্ষণ বসলে আপনার মন ভালহয়ে যাবে। ঠান্ডা শীতল বাতাস প্রাকৃতিক পরিবেশ মন ভালকরে তুলবে আপনার। https://maps.app.goo.gl/nHma61FN54XWkEhp6
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel Tips: শীতে ঘুরে আসুন 'স্বপ্নের দেশে'! সময় লাগে কম, ভিড়ও নেই, কোথায় যাবেন, রইল টিপস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement