Travel Destination: কলকাতার একদম কাছে, সমুদ্র-পাহাড় ছেড়ে, এবার ঢুঁ মারুন বাংলার এই জায়গায়, ফিরতে চাইবেন না গ্যারান্টি!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
Travel Destination: বসন্ত উৎসবের ছুটিতে পাহাড় জঙ্গলে বেড়ানোর পাশাপাশি ময়ূর দেখা ও ময়ূরের সঙ্গে সেলফি তোলার ইচ্ছাপূরণ করতে চাইলে নামমাত্র খরচে কলকাতা থেকে খুব কাছেই ঘুরে আসা যায় বেলপাহাড়ি থেকে।
ঝাড়গ্রাম: বসন্ত উৎসবে সমুদ্র সৈকতে না গিয়ে সবুজ অরণ্যে ঘেরা লাল মাটির দেশে বেড়াতে যাওয়ার ইচ্ছা রয়েছে। সবুজ শাল জঙ্গলের সঙ্গে রয়েছে ঢেউ খেলানো পাহাড়। বেড়ানোর পাশাপাশি মূলবাসী ,আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতির স্পর্শ। এই সবকিছু একসঙ্গে পাওয়ার পাশাপাশি সবচেয়ে বড় পাওনা থাকছে ময়ূর দেখার সুযোগ। জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাড়ির উঠোনে বা জঙ্গলপথে ঘুরে বেড়াচ্ছে ময়ূর। কেবলমাত্র দেখা নয়, সেলফি তোলারও সুযোগ হতে পারে ময়ূরের সঙ্গে।
কলকাতা থেকে খুব একটা দূরে নয় নামমাত্র কিছুটা দূরেই পর্যটকদের খুব পরিচিত পর্যটনস্থল হল জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি। কলকাতা থেকে মাত্র ১৭০ কিলোমিটার পথ আসলেই পৌঁছে যাওয়া যায় ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে প্রায় ৪০ কিলোমিটার গেলেই বেলপাহাড়ি। আর বেলপাহাড়ি থেকে শুরু হয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি যেন দু’হাত উজাড় করে পর্যটকদের জন্য তুলে ধরেছে তার অপরূপ রূপকে। তার মধ্যেই আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে বন্য ময়ূর।
advertisement
advertisement
বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় ২৪ কিলোমিটার। কাকড়াঝোড় যাওয়ার পথে খুদিমহুল নামে একটি গ্রাম পৌঁছলেই দেখা যাবে লোকের বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে ময়ূর। তারপর আরও কিছুটা এগোলে বুড়িঝোড়ের কাছাকাছি বেশ কয়েকটি গ্রামের উঠোনে ঘুরে বেড়াচ্ছে ময়ূর। জানা গিয়েছে, এই গ্রামে বেশ কয়েকজনের বাড়িতে ময়ূর পোষ্য হয়ে রয়েছে। আবার কখনও কখনও জঙ্গলের ময়ূর খাবারের সন্ধানে গ্রামগুলিতে চলে আসে। ফলে পর্যটকেরা রাস্তায় যাওয়ার পথে ময়ূর দেখতে পাওয়ার পাশাপাশি তার সঙ্গে দাঁড়িয়ে সুন্দর সেলফিও নিতে পারবেন।
advertisement
কাঁকড়াঝোড় থেকে ময়ূরঝর্নার ট্র্যাকিং রুট ধরে ছুরিমারা হয়ে চাকাডোবা যাওয়ার রাস্তায় দেখা করবে অজস্র ময়ূরের। কেউ পেখম তুলে দাঁড়িয়ে রয়েছে তো কেউ আবার রাস্তা পারাপার করছে। যে সময় আমরা সকলেই দাবি করছি, দিনের পর দিন অরণ্যের পরিমাণ কমে যাচ্ছে ঠিক তার অপরচিত্র দেখা যাচ্ছে এই জঙ্গলমহলে বনাঞ্চল বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে বন্যপ্রাণ। তাই বেলপাহাড়ি বেড়াতে গিয়ে ময়ূর চোখে পড়বে না তা কখনও সম্ভব নয়। তাই এই বসন্ত উৎসবের দিনগুলিতে বেড়ানোর পাশাপাশি ময়ূর দেখা ও ময়ূরের সঙ্গে সেলফি তোলার ইচ্ছা পূরণ করতে ডেস্টিনেশন হয়ে উঠুক বেলপাহাড়ি।
advertisement
বুদ্ধদেব বেরা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2025 3:42 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel Destination: কলকাতার একদম কাছে, সমুদ্র-পাহাড় ছেড়ে, এবার ঢুঁ মারুন বাংলার এই জায়গায়, ফিরতে চাইবেন না গ্যারান্টি!