Travel Destination: সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান? জঙ্গলমহলে এলেই মানতে হবে এই নিয়ম, তা না হলেই কিন্তু...
- Reported by:Tanmoy Nandi
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Travel Destination: জঙ্গলমহলে এসে থাকতে চাইছেন মানতে হবে এই নিয়ম। হোটেলে, রিসর্ট এবং হোমস্টেগুলিতে নজর পুলিশের।
ঝাড়গ্রাম: জঙ্গলমহলে এসে থাকতে চাইছেন মানতে হবে এই নিয়ম। হোটেলে, রিসর্ট এবং হোমস্টেগুলিতে নজর পুলিশের। পর্যটনে উন্নত হয়েছে ঝাড়গ্রাম, দেশ বিদেশের বহু জায়গা থেকে পর্যটকরা পাহাড়, জল, জঙ্গলে ঘেরা বেলপাহাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। বড়সড় দুর্ঘটনা রুখতে পরিকাঠামো নজরদারিতে জোর। প্রতিনিয়ত নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে সরকার। উইকএন্ডে জঙ্গলমহলের বেলপাহাড়ির পর্যটন কেন্দ্রগুলোতে গমগম করতে থাকে পর্যটকে। আগে জেলা পুলিশ ও প্রশাসন প্রতি মাসে সেই তথ্য সংগ্রহ করত এবার থেকে হোটেলে, রিসর্ট এবং হোমস্টে পর্যটক আসলে কুইক নাম তুলতে হবে সরকারি ওয়েবসাইটে। ফলে নিরাপত্তা যেমন বাড়বে তেমনই কোথায় কোনও পর্যটক ঘুরতে গিয়ে আশ্রয় নিচ্ছেন তার তথ্য সরাসরি রাজ্য সরকার ও জেলা পুলিশ প্রশাসনের কাছেও থাকবে।
পর্যটন কেন্দ্রগুলো ঢেলে সাজানোর পরিকল্পনার পর এবার পর্যটকদের নিরাপত্তার বিষয়তেও জোর। পেহেলগাঁও হামলায় যেভাবে পর্যটকদের ধর্ম জেনে খুন করা হয়েছিল। তার ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ যোগ্য জবাব দিয়েছে অবশ্য ভারতীয় সেনাবাহিনী। ধংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি, পাকিস্তানের বেশ কিছু হামলার ছক বাঞ্চাল করেছে সেনাবাহিনী। পেহেলগাঁও হামলা থেকে শিক্ষা নিয়েই এবার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের কথা ভেবে জায়গায় বসছে সিসিটিভি। এমনকি পর্যটন ক্ষেত্রগুলিতেও ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানো হয়েছে।
advertisement
আরও পড়ুন-বেরিয়ে এল সত্যিটা…! ICU-তেও ভর্তি ছিলেন মুকুল, কী হয়েছিল বলি অভিনেতার? মৃত্যুর আসল কারণ কি ‘এটা’ই
advertisement
হোটেল, রিসর্ট এবং হোমস্টেগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে৷ পর্যটকেরা রুম ভাড়া করতে এলে আগে নাম তুলতে হবে তবেই এন্ট্রি নিতে পারবেন ঘরে, না হলে বাইরেই থাকতে হতে পারে। বেলপাহাড়ির এসডিপিও শ্রেয়া সরকার জানান, ‘ওয়েবসাইট চালু হয়েছে হোটেলে, রিসর্ট এবং হোমস্টেগুলিকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এরপর প্রতিদিন কতজন অতিথি আসছেন, কখন আসছেন যাচ্ছেন তা নথিভুক্ত করতে হবে।’
advertisement
বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সম্পাদক রাহুল অধিকারি জানান, ‘পর্যটকেরা এলেই আগে ওয়েবসাইটে পর্যটকদের নাম তুলতে বলা হয়েছে, পুলিশ প্রশাসনের কাছ থেকে বার্তা পাওয়ার পরেই তৎপর হয়েছেন। আগে প্রত্যেক মাসে কোন কোন পর্যটক এসেছেন তার তথ্য নিতেন, এখন সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে।’
advertisement
তন্ময় নন্দী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 7:10 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel Destination: সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান? জঙ্গলমহলে এলেই মানতে হবে এই নিয়ম, তা না হলেই কিন্তু...







