Pilibhit Tiger Reserve: সমুদ্র, বাঘ, জঙ্গল...সমুদ্রের পাড়ে এই জঙ্গল ঘিরে বাড়ছে উত্‍সাহ! ঘুরতে যেতে চান? কোথায় আছে জেনে নিন

Last Updated:

Pilibhit Tiger Reserve: যদি সমুদ্র সৈকত আর বাঘ দেখা এক খাতে মিলিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে, অনেকেই বলবেন তা সম্ভব নয়। কিন্তু পিলিভিটে এলে সেই অসাধ্যও সাধন হয় বইকি!

সমুদ্র, বাঘ, জঙ্গল...সমুদ্রের পাড়ে এই জঙ্গল ঘিরে বাড়ছে উত্‍সাহ! ঘুরতে যেতে চান? কোথায় আছে জেনে নিন
সমুদ্র, বাঘ, জঙ্গল...সমুদ্রের পাড়ে এই জঙ্গল ঘিরে বাড়ছে উত্‍সাহ! ঘুরতে যেতে চান? কোথায় আছে জেনে নিন
বেড়াতে যাওয়ার কথা উঠলেই বাঙালি সাধারণত দুই দলে ভাগ হয়ে যায়- হয় পাহাড়, নয় তো সমুদ্র সৈকত! কেউ কেউ আবার বেছে নেন অরণ্যের সাহচর্য, বেশিরভাগ ক্ষেত্রে বাঘ দেখার একটা আগ্রহ থাকে বলে। এবার যদি সমুদ্র সৈকত আর বাঘ দেখা এক খাতে মিলিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে, অনেকেই বলবেন তা সম্ভব নয়। কিন্তু পিলিভিটে এলে সেই অসাধ্যও সাধন হয় বইকি!
কেউ যদি বন্যপ্রাণী এবং প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, তাহলে এই খবরটি তাঁর জন্য খুবই বিশেষ। উত্তরপ্রদেশের বিখ্যাত পিলিভিট টাইগার রিজার্ভ ২০২৪-২৫ পর্যটন মরশুম এখন শেষের দিকে এগিয়ে যাচ্ছে, এখন এটি বন্ধ হতে এক মাসেরও কম সময় বাকি আছে। এমন পরিস্থিতিতে, যদি কেউ বাঘ দেখতে চান এবং একই সঙ্গে সমুদ্র সৈকতের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে আর দেরি না করে দ্রুত নিজের ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে হবে।
advertisement
advertisement
সাফারি-সহ সমুদ্র সৈকত উপভোগ করা যেতে পারে
পিলিভিট টাইগার রিজার্ভ কেবল বাঘের আবাসস্থল নয়, বরং এই স্থানটি দ্রুত ইকো-ট্যুরিজমের জন্যও প্রিয় হয়ে উঠছে। এখানে পর্যটকরা কম বাজেটে জঙ্গল সাফারি উপভোগ করতে পারবেন এবং সমুদ্রের মতো চুকা সৈকতে আরামও করতে পারবে। এই টাইগার রিজার্ভে অবস্থিত চুকা সৈকত এখন উত্তরপ্রদেশের শীর্ষ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। সাদা বালি, জলের ঢেউ এবং শান্ত পরিবেশ এটিকে আরও বিশেষ করে তোলে।
advertisement
আগে, উত্তরপ্রদেশে ইকো-ট্যুরিজমের দিক থেকে শুধুমাত্র লখিমপুর খেরিকেই বিশিষ্ট হিসেবে বিবেচনা করা হত, কিন্তু এখন পিলিভিট তার নিজস্ব পরিচয় তৈরি করেছে। এখানে আসা পর্যটকরা কেবল বাঘই দেখতে পান না, বরং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের একটি দুর্দান্ত সুযোগও পান, তাও খুব সাশ্রয়ী মূল্যে।
advertisement
পিলিভিট টাইগার রিজার্ভে কীভাবে যাওয়া যাবে –
এখানে আসতে হলে প্রথমে পিলিভিট জেলা সদর দফতরে পৌঁছাতে হবে। নেহরু পার্ক থেকে সাফারি বুক করা যেতে পারে অথবা মুস্তাফাবাদ প্রবেশপথ থেকে জঙ্গল সাফারির গাড়ি ভাড়া করা যেতে পারে। অনলাইন বুকিংয়ের জন্য pilibhittigerreserve.in ওয়েবসাইটটি দেখা যেতে পারে। এই গ্রীষ্মের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার এবং বিশ্রামের অভিজ্ঞতা অর্জনের জন্য নিজেদের পরিবারের সঙ্গে পিলিভিট টাইগার রিজার্ভে যাওয়া যেতেই পারে, তা এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে সন্দেহ নেই!
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pilibhit Tiger Reserve: সমুদ্র, বাঘ, জঙ্গল...সমুদ্রের পাড়ে এই জঙ্গল ঘিরে বাড়ছে উত্‍সাহ! ঘুরতে যেতে চান? কোথায় আছে জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement