Purulia Tour : ৪০০ বছরের প্রাচীন দুর্গাপুজো দেখবেন? আসুন পুরুলিয়ার এই রাজপ্রাসাদে, মুগ্ধ হয়ে যাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia Tour : ৪০০ বছর ধরে ঐতিহ্য বজায় রেখেছে বাঘমুন্ডি রাজবাড়ির দুর্গাপুজো, কী বলছেন বর্তমান প্রজন্মের উত্তরসূরী!
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় : জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে নজর কাড়ে বাঘমুন্ডি রাজবাড়ির দুর্গাপুজো। এই পুজো প্রায় ৪০০ বছরের পুরনো। বর্গী আক্রমণের সময়কাল থেকে এই পুজোর সূচনা হয়েছে বলে রাজবাড়ি সূত্রে জানা গিয়েছে। প্রতিবছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি ভিন রাজ্য থেকেও বহু মানুষ ভিড় করেন এই দুর্গাপুজো দেখতে। এরই পাশাপাশি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরাও এই পুজো দেখতে ভিড় জমান।
রাজতন্ত্রের অবসান ঘটলেও বছরের পর বছর ঐতিহ্য বজায় রয়েছে বাঘমুন্ডির রাজবাড়ির দুর্গাপুজোর। এ বিষয়ে রাজ পরিবারের বর্তমান উত্তরসূরী ভবানীপ্রসাদ সিংহদেও বলেন, বিগত ৪০০ বছর ধরে মহাধুমধামের সঙ্গে তাদের বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে। এটা তাদের কাছে ঐতিহ্যের। এটাই বাঘমুন্ডির প্রথম দুর্গাপুজো।
আরও পড়ুন : ৩৫০ বছরের প্রাচীন প্রথা মেনে শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে হবে কাত্যায়নীর আরাধনা
এ বিষয়ে রাজ পরিবারের পরবর্তী প্রজন্মের সদস্য জগন্নাথ সিংহদেও বলেন, বংশ পরম্পরায় তাদের পরিবারে এই পুজো হয়ে আসছে। সারা বছর তারা এই বছর অপেক্ষায় থাকেন। যে-ভাবে তাদের পূর্বপুরুষেরা এই দুর্গাপুজো করে এসেছেন আগামিদিনে তারাও এই পুজো একইভাবে করে যাবেন।
advertisement
advertisement
দুর্গাপুজোতে বহু পর্যটক অযোধ্যা পাহাড় বেড়ানোর পরিকল্পনা করে থাকেন। এই সময় অনেকেই বেড়ানোর পাশাপাশি গ্রামবাংলার রাজবাড়ির পুজোগুলি দেখতে পছন্দ করেন। তাই বহু পর্যটকের অযোধ্যা বেড়ানোর তালিকায় লিস্টে থাকে বাঘমুন্ডির এই রাজবাড়ির পুজো।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 1:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tour : ৪০০ বছরের প্রাচীন দুর্গাপুজো দেখবেন? আসুন পুরুলিয়ার এই রাজপ্রাসাদে, মুগ্ধ হয়ে যাবেন