শাক-সবজির সঙ্গে শরীরে ঢুকছে বিষাক্ত রাসায়নিক! রক্ষা পাবেন কীভাবে? জেনে নিন বিশেষজ্ঞের মত

Last Updated:

কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। অন্যদিকে, শাক-সবজি প্রতিদিনের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ক্ষতিকর রাসায়নিক কী ভাবে সবজি থেকে আলাদা করা যাবে, তা জেনে নিন বিশেষজ্ঞের থেকে।

কলকাতা: চাষে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। অন্যদিকে, শাক-সবজি প্রতিদিনের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। চাষের ধান,গম থেকে শুরু করে শাক সবজি সবেতেই থাকে এইসব রাসায়নিক, যা প্রতিদিনের খাবারের সঙ্গে দেহে প্রবেশ করে।
তবে ইদানিং কালে বিভিন্ন বায়ো-সার ব্যবহারের প্রচলন বেড়েছে। তবুও এইসব রাসায়নিকের চাহিদা রয়েই গিয়েছে। কারণ এতে ফলনে সময় লাগে। কিন্তু এই ভাবে প্রতিনিয়ত স্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হতে থাকে। তবে এই সমস্যার একদম যে সমাধান নেই তা নয়। সেক্ষেত্রে কোনও সবজি কাটার আগে জলে আধ ঘন্টা ডুবিয়ে রাখলে, তাতে অনেকটাই ক্ষতিকারক পদার্থ  বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
advertisement
পাশাপাশি, সবজি জলে ফোটানোর পর ১৮ – ৭১% অবধি রাসায়নিক বেরিয়ে যেতে পারে। তাই ভাপিয়েও ব্যবহার করতে পারেন সবজি তাহলে ৩৬ – ৯৯% পর্যন্ত রাসায়নিক বেরিয়ে যেতে পারে।
advertisement
তবে এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, “সবজি থেকে পতঙ্গ নাশক বিষের অংশ বের করতে গেলে, একমাত্র উপায় হল, ১০০ মিলিগ্রাম জলের সঙ্গে ৫ মিলিগ্রাম মাপের ভিনিগার কিংবা খাওয়া সোডা ২-৩ গ্রাম অনুপাতে মিশিয়ে যদি তার মধ্যে পরিমাণমতো সবজি ২০-৩০ মিনিট মত ডুবিয়ে রাখা হয়। তাহলে সবজি থেকে বিষের বেশিরভাগ অংশটাই বেরিয়ে যায়। এভাবে সবজিতে ব্যাকটেরিয়া সংক্রমণও কমানো যায়।”
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শাক-সবজির সঙ্গে শরীরে ঢুকছে বিষাক্ত রাসায়নিক! রক্ষা পাবেন কীভাবে? জেনে নিন বিশেষজ্ঞের মত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement