ট্রায়াল রুমে গোপন ক্যামেরা রয়েছে ? জানবেন কী করে....

Last Updated:

আপনার অজান্তেই কেউ আপনার উপর নজর রাখছে অন্য একজন ৷ কিন্তু কী করে বুঝবেন ট্রায়াল রুমে ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে ? দেখে নিন...

#কলকাতা: একাধিকবার মহিলাদের ট্রায়াল রুমে ক্যামেরা লুকিয়ে রাখার ঘটনা বহুবার প্রকাশ্যে এসেছে ৷ বুঝতে না পেরে মহিলাদের এর শিকার হতে হয়েছে ৷ ট্রায়াল রুমের আড়াল থেকে কখন মহিলাদের আপত্তিকর ছবি বা ভিডিও তোলা হচ্ছে তার টেরও পাওয়া যায় না ৷
বেশিরভাগ সময় এই ভিডিও বা ছবি ব্ল্যাকমেলের জন্য ব্যবহার হয়ে থাকে ৷ আপনার অজান্তেই কেউ আপনার উপর নজর রাখছে অন্য একজন ৷ কিন্তু কী করে বুঝবেন ট্রায়াল রুমে ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে ? দেখে নিন...
১. ট্রায়ালরুমে লাগানো কাঁচের উপর এই পরীক্ষা করুন -
advertisement
finger
advertisement
প্রথমে ট্রায়াল রুমে বা বাথরুমে লাগানো কাঁচো ভালো করে পরীক্ষা করে নিন ৷ কাঁচের উপর একটি আঙুল রাখুন ৷ যদি দেখেন কাঁচের উপর রাখা আঙুল ও আয়নায় দেখতে পাওয়া আঙুলের মধ্যে কোনও গ্যাপ দেখতে পান তাহলে বুঝবেন সব ঠিক আছে ৷ কিন্তু যদি কাঁচের উপর রাখা আঙুল ও আয়নায় দেখতে পাওয়া আঙুলের মধ্যে কোনও গ্যাপ দেখতে না পাওয়া যায় তাহলে বুঝবেন আয়নার পিছন থেকে আপনার উপর কেউ নজর রাখছে বা কেউ আয়নার পিছনে ক্যামেরা লুকিয়ে রেখেছে ৷
advertisement
২. মন দিয়ে শুনুন-
আজকাল বাজারে এমন ফোন পাওয়া যাচ্ছে যা অ্যাক্টিভিটি ট্র্যাক করে অন হয়ে যায় ৷ ফোনটি আপনাকে অন বা অফ করতে হয় না ৷ তাহলে কী করে বুঝবেন ট্রায়াল রুমের ভিতরে এমন কোনও ফোন রাখা রয়েছে কিনা ৷ এই ফোন বা ডিভাইস অন হওয়ার সময় একটি আওয়াজ শোনা যায় ৷ অনেকসময় আওয়াজটি ভাইব্রেশনের মতো শানা যায় ৷ তাই ট্রায়াল রুমে প্রবেশ করার সময় খেয়াল রাখবেন যে এরকম কোনও শব্দ শোনা যাচ্ছে কিনা ৷
advertisement
৩. ট্রায়ালরুমের রেকি করুন-
ট্রায়ালরুমে ঢুকে সমস্ত লাইট বন্ধ করে দিন ৷ এরপর চারিদিকে তাকিয়ে দেখুন ৷ কোথাও লাল বা সবুজ লাইট দেখা যাচ্ছে কিনা ৷ এরকম লাইট দেখা গেলে বুঝে যাবেন যে সেখানে ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে ৷
৪. ট্রায়ালরুমে রাখা জিনিসের উপর নজর রাখুন-
আজকাল এরকম বহু ক্যামেরা পাওয়া যায় যা হ্যাঙ্গার, ক্যাপ, চশমা, পেন, হুক, জুতো, বেল্ট এমনকি ইলেকট্রিক প্লাগেও লুকিয়ে রাখা যেতে পারে ৷ এই ক্যামেরা এত ছোট হয় যে সহজে তা দেখতে পাওয়া যায়না ৷ তাই ভালো করে চারপাশের জিনিসগুলি খতিয়ে দেখেন ৷
advertisement
৫. ক্যামেরা ফাইন্ডার অ্যাপ-
হিডেন ক্যামেরা ডিটেক্টরের সাহায্যে ট্রায়াল রুমে লাগানো ক্যামেরা হদিশ পেতে পারবেন খুব সহজেই ৷ কোনও পাবলিক বা প্রাইভেট এলাকায় গিয়ে এই অ্যাপটি অন করে নিন ৷ আপনি অ্যাপটি অন করতেই আপনার স্ক্রিন স্টার্ট ডিটেক্টরের অপশন দেখা যাবে ৷ এই অপশন অন করতেই লুকিয়ে রাখা ক্যামেরার স্ক্যানিং করতে শুরু করে দেয় অ্যাপ ৷ যে জায়গায় লুকোনো ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং করা হচ্ছে সেখানে আপনার ফোনে লাল বা কালো লাইট জ্বলতে শুরু করে দেবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ট্রায়াল রুমে গোপন ক্যামেরা রয়েছে ? জানবেন কী করে....
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement