Home Decor Tips: বসার ঘরে আসবে প্রাণ, অতিথিরা পঞ্চমুখ হবেন প্রশংসায়, রইল তার টিপস!

Last Updated:

বসার ঘরকে নিজের মনের মতো করে সাজিয়ে তোলার জন্য, সব থেকে বেশি যে বিষয়গুলির ওপর নজর দিতে হবে তা হল-

#কলকাতা: আমাদের সবার বাড়িতেই সকলের পছন্দের জায়গাটি হল বসার ঘর। সেখানে সবার সঙ্গে বসে গল্প করা, একসঙ্গে বসে টিভি দেখা, অবসর সময় কাটানো প্রায় সব কিছুর সঙ্গেই জড়িয়ে এই বসার ঘর। তাই সকলেই চায় এই জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে। বসার ঘরকে নিজের মনের মতো করে সাজিয়ে তোলার জন্য, সব থেকে বেশি যে বিষয়গুলির ওপর নজর দিতে হবে তা হল-
সঠিক আসবাবপত্র নির্বাচন
বসার ঘরের সাজসজ্জার ক্ষেত্রে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল আসবাবপত্র। সঠিক আসবাবপত্র বসার ঘরকে করে তোলে আরও আকর্ষণীয়। বসার ঘরের আয়তন, সেখানকার কালার দেখে আসবাবপত্র নির্বাচন করা উচিত। আসবাবপত্র কোন মেটেরিয়ালের হবে তাও একটি গুরুত্বপূর্ণ বিষয় ।
advertisement
ফোকাল পয়েন্ট (Focal Point) নির্ধারণ
বসার ঘরে প্রবেশ করে যেই দিকটির ওপর প্রথম নজর যায়, সেটাই হল ফোকাল পয়েন্ট। তাই বসার ঘরের সাজসজ্জার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গাটিকে নানা ভাবে সাজিয়ে তোলা যায়। কোনও চিত্রের মাধ্যমে, কোনও মূর্তি বা শৈল্পিক সাজসজ্জার মাধ্যমে।
advertisement
সেই জায়গাটির আয়তন, সেটা দেওয়াল না জানলা তার ওপর নির্ভর করবে সেই ফোকাল পয়েন্টের সাজসজ্জা।
সঠিক রঙের নির্বাচন
বসার ঘরের সাজসজ্জার ক্ষেত্রে আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হল রঙের নির্বাচন। সঠিক রঙের নির্বাচনই বসার ঘরকে সকলের কাছে করে তুলবে আকর্ষণীয়। গাঢ় রঙ, হাল্কা রঙ অথবা নানা ধরনের রঙের শেডের ব্যবহার এক্ষেত্রে করা যেতেই পারে। এখানে শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে ঘরের রঙের সঙ্গে অন্য সব কিছুও যেন মানানসই হয়।
advertisement
সঠিক আলো নির্বাচন
সঠিক আলোর ব্যাবহার বসার ঘরকে করে তুলবে বৈচিত্র্যপূর্ণ। এখন উন্নতমানের নানা ধরনের আলো বাজারে পাওয়া যায়। বিভিন্ন স্টাইলের, বিভিন্ন কালারের আলোর মাধ্যমে বসার ঘর হয়ে উঠবে উজ্জ্বল। কিন্তু এক্ষেত্রেও সামঞ্জস্য রেখে আলোর ব্যবহার করা উচিত। খুব বেশি আলো বসার ঘরের সাজসজ্জার ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠতে পারে। তাই বসার ঘরের আলোর নির্বাচন করার সময় সব দিক খেয়াল রেখেই তা করা উচিত।
advertisement
সঠিক আসবাবপত্র, সঠিক রঙ, সঠিক আলোর নির্বাচন বসার ঘরের সাজসজ্জায় এনে দেবে এক নতুন মাত্রা- ভুললে চলবে না।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home Decor Tips: বসার ঘরে আসবে প্রাণ, অতিথিরা পঞ্চমুখ হবেন প্রশংসায়, রইল তার টিপস!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement