সাবধান ! বাচ্চাদের নিয়ে রং খেলতে মানুন এই নিয়ম, নাহলে বিপদ
Last Updated:
#কলকাতা: রং যত না বড়রা খেলতে পছন্দ করেন, তার থেকে অনেক বেশি খেলতে ভালবাসে ছোটরা ৷ রং, আবির, পিচকারি নিয়ে চলে তাদের হুল্লোড় ৷ তাদের পছন্দ, অপছন্দ নিয়ে বাড়ির বড়রা সর্বক্ষণই থাকেন তঠস্থ ৷ আদরের ছোটদের আবদারও তো কম থাকে না ৷ দোল বা হোলির আগে জোগার প্রায় শেষ ৷ বাড়িতে পৌঁছে গিয়েছে খুদেদের পছন্দের আবির, নানা রকমের পিচকারি ৷ রং তো খেলবে ছোটরা, কিন্তু তার জন্য বেশ কিছু সাবধানতা অবলম্বন করুন আপনি ৷ বাবা-মায়েরা সতর্ক থাকুন, কারণ রং খেলতে গিয়ে খুদেরা কোন বিপদ ঘটাতেই পারে ৷ তাই মেনে চলুন বেশ কয়েকটি নিয়ম ৷ ৪ বছর বয়সের নিচে ছোটদের দোল না খেলাই ভাল ৷ এতে সমস্যা হতে পারে ৷
কীভাবে ছোটদের দোল আরও আনন্দময় হয়ে উঠতে পারে তা নিয়েই পরামর্শ দিয়েছেন আনন্দপুরের ফোর্টিস হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সুমিতা সাহা ৷ মা-বাবা ও ছোটদের জন্য কী টিপস দিচ্ছেন তিনি শুনুন--
- হোলি রং খেলতে গিয়ে ত্বকে র্যাশ হতে পারে ৷ তাই রং খেলতে পাঠানোর আগে ছোটদের গায়ে ভাল করে তেল বা ক্রিম মাখান ৷ চুলেও তেল মাখিয়ে দিতে পারেন ৷ এতে রং তাড়াতাড়ি উঠেও যাবে আর সরাসরি ত্বকে রং লাগার সম্ভাবনাও কম থাকবে ৷
- ভেষজ রং ব্যবহার করান ৷ বাজারের সস্তা কেমিক্যাল রং নয় ৷ চেষ্টা করুন রং খেলার পর তাড়াতাড়ি স্নান করিয়ে রং তুলে দিতে ৷
advertisement
advertisement
অনেক বাচ্চার অ্যালার্জির প্রবণতা থাকে ৷ যদি জানেন যে রং খেললে অ্যালার্জি হয়, তাহলে রং খেলা থেকে বিরত রাখুন বাচ্চাকে ৷ বিশেষ করে শ্বাসকষ্টের সমস্যা থাকলে তো একেবারেই রং খেলা যাবে না ৷ এতে কষ্ট বাড়বে ৷
advertisement
দেখুন কী বলছেন চিকিৎসক
কোথায় পাবেন হার্বাল রং
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2019 1:31 PM IST