Microsoft আর Amazon Echo-র মিশেল! টেবিলের উপরে উপকরণ রাখুন, রেসিপি বলে দেবে স্মার্ট টেবিলক্লথ!

Last Updated:

এই অল্প দামের স্মার্ট টেবিলক্লথের মধ্যে এমন সেন্সর লাগানো আছে, যার দরুন এর উপর যে কোনও খাদ্যবস্তু বা পানীয় রাখলেই এই টেবিলক্লথ সেটি অনুভব করতে পারবে।

শুধু কোন কোন বস্তু রাখা আছে সেটা সেন্স করাতেই এর কেরামতি শেষ হয়ে যাচ্ছে না। টাচ টেকনোলজি নির্ভর করে এই টেবিলক্লথ কয়েকটা সুস্বাদু রেসিপিও বলে দেবে। কী ভাবে সেটা সম্ভব হচ্ছে? এই টেবিলক্লথে আছে মেশিন লার্নিং ও ইলেকট্রোড গ্রিডের সঠিক মেলবন্ধন। যার জন্য এই টেবিলক্লথ শুধু যে বস্তু অনুভব করতে পারে তা নয়, বলে দিতে পারে এর আকারও।
advertisement
নিউ হ্যাম্পশায়ারের ডার্টমাউথ কলেজ ও Microsoft যৌথ ভাবে এই প্রযুক্তি নির্মাণ করেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনও বস্তু চিনে নেওয়ার ক্ষেত্রে এখানে মেশিন লার্নিং-এর বড় ভূমিকা আছে।
advertisement
তবে দ্য টেলিগ্রাফকে দেওয়া এক বিবৃতিতে Microsoft-এর গবেষক টেডি সেইড বলেন, এটা একদম টাচ স্ক্রিন প্রযুক্তির মতোই সহজ। যে ভাবে টাচ স্ক্রিন আঙুলের স্পর্শ বুঝতে পারে, এটা সে ভাবেই কাজ করে।
advertisement
পরীক্ষাগারে যখন ক্যাপাসিটিভো নিয়ে বিজ্ঞানীরা কাজ করছিলেন, তাঁরা দেখেছেন এটি প্রায় ২০টি বস্তু চিনতে পারছে। এর মধ্যে ছিল এক থোকা আঙুর, একটা স্যানিটাইজারের বোতল, বাটি, গ্লাস ইত্যাদি। ক্যাপাসিটিভোকে আরও উন্নত করতে এর সঙ্গে Amazon Echo-র সন্ধি করা হয়েছে, তাই এটি রেসিপিও বলে দিতে পারে। মাটির আর্দ্রতা মেপে ক্যাপাসিটিভো এটাও বলে দিতে পারে যে এই মুহূর্তে গাছে জল দিতে হবে কি না।
advertisement
তবে ক্যাপাসিটিভো প্রোজেক্ট এখনও প্রাথমিক স্তরে আছে আর এই নিয়ে এখনও কাজ চলছে। বিজ্ঞানীরা চাইছেন এর সঙ্গে মেমোরি টুল জুড়ে দিতে যাতে ক্যাপাসিটিভো এটাও বলে দিতে পারে কখন টেবিল সাফ করতে হবে বা কখন খালি পাত্র সরিয়ে দিতে হবে।
কেয়া বাত!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Microsoft আর Amazon Echo-র মিশেল! টেবিলের উপরে উপকরণ রাখুন, রেসিপি বলে দেবে স্মার্ট টেবিলক্লথ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement