Pigmentation: মুখের যেকোনও দাগের একটাই সমাধান! এই প্যাক মাখলেই মিলবে কাচের মতো চকচকে ত্বক

Last Updated:

মুখের যেকোনও দাগের একটাই সমাধান! এই প্যাক মাখলেই মিলবে কাচের মতো চকচকে ত্বক

মুখের যেকোনও দাগের একটাই সমাধান! এই প্যাক মাখলেই মিলবে কাঁচের মতো চকচকে ত্বক
মুখের যেকোনও দাগের একটাই সমাধান! এই প্যাক মাখলেই মিলবে কাঁচের মতো চকচকে ত্বক
বার্ধক্যের সঙ্গে সঙ্গেই  ত্বকে অনেক পরিবর্তন আসতে শুরু করে। হরমোনের পরিবর্তনের কারণে, স্ট্রেস এবং ইউভি রশ্মির সংস্পর্শের ফলে, ত্বকে পিগমেন্টেশন অর্থাৎ কালো দাগ, পিম্পল ইত্যাদি দেখা দিতে থাকে যা ত্বকের অত্যন্ত ক্ষতি করে এবং সঠিকভাবে যত্ন না নিলে এই দাগ কোনও দিন যায় না।
এমন পরিস্থিতিতে, সঠিক ডায়েট এবং পুষ্টির প্রয়োজন। এ ছাড়া  বাজারে পাওয়া রাসায়নিক সমৃদ্ধ পণ্যের পরিবর্তে বিভিন্ন ঘরোয়া উপায়ের সাহায্যে ত্বককে তরুণ রাখা যেতে পারে এবং যেকোনও দাগ দূর করা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক এমনই এক ঘরোয়া উপায়ে তৈরি ফেসপ্যাকের নাম যা  নিয়মিত ব্যবহারে ত্বকের যেকোনও দাগ দ্রুত কমে যাবে।
advertisement
advertisement
উপাদান
দই- দুই থেকে তিন চামচ
চালের গুঁড়ো – ১ চা চামচ
মুলতানি মাটি -১ চা চামচ
হলুদ – একটি চিমটি
লেবুর রস – ২ফোঁটা
মধু – ১চা চামচ
কাঁচা দুধ – ২থেকে ৩ চামচ
advertisement
ফেসপ্যাক বানানোর পদ্ধতি
প্রথমে একটি বাটি নিয়ে তাতে এক থেকে দুই চামচ দই দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার এতে এক চামচ চালের গুঁড়ো ও মুলতানি মাটি দিয়ে এক চিমটি হলুদ, দুই ফোঁটা লেবু ও মধু যোগ করতে হবে। এই ফেসপ্যাক
আঙুল বা ব্রাশের সাহায্যে মুখে ভালভাবে লাগাতে হবে।
advertisement
প্রায় ২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে ক্রিমের পরিবর্তে তুলোর বলের সাহায্যে মুখে কাঁচা দুধ লাগাতে হবে। প্রায় ২ সপ্তাহের মধ্যে, মুখে গোলাপি আভা দেখা দিতে শুরু করবে এবং ত্বকের দাগ কমতে শুরু করবে।
এই বিশেষ প্যাক সপ্তাহে ৪ দিন প্রয়োগ করা যেতে পারে। তবে ব্যবহারের আগে ত্বকে প্যাচ টেস্ট করে নিন। যাতে ত্বকে অ্যালার্জি হওয়ার আশঙ্কা থাকবে না। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pigmentation: মুখের যেকোনও দাগের একটাই সমাধান! এই প্যাক মাখলেই মিলবে কাচের মতো চকচকে ত্বক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement