Summer Special Haircut: গরমে এবার নয়া ট্রেন্ড এই হেয়ারকাট, এই চুলের স্টাইলই এখন স্বস্তির ঠিকানা
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Summer Special Haircut: গরমকালে মেয়েদের চুল নিয়ে নানান সমস্যার মধ্যে পড়তে হয়। বিশেষ করে যাঁদের লম্বা চুল তাঁরা অনেক সমস্যায় পড়েন। তাই গরমের দিনে বেশ কিছু হেয়ারকাটে ভরসা রাখেন মেয়েরা।
পুরুলিয়া: শীত বসন্ত পেরিয়ে এবার ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। বেশ জ্বালাপোড়া গরম অনুভূত হচ্ছে এখনই। আস্তে আস্তে বাড়ছে গরমের দাপট। দক্ষিণের অন্যান্য জেলার তুলনায় জেলা পুরুলিয়ায় তাপমাত্রার পারদ অনেক বেশি থাকে। এই জেলায় গরমের অনুভূতি অনেকটাই বেশি হয়।
গরমকালে মেয়েদের চুল নিয়ে নানান সমস্যার মধ্যে পড়তে হয়। বিশেষ করে যাঁদের লম্বা চুল তাঁরা অনেক সমস্যায় পড়েন। তাই গরমের দিনে বেশ কিছু হেয়ারকাটে ভরসা রাখেন মেয়েরা। আর দিন দিন সেই সমস্ত হেয়ারকাটের চাহিদাও বাড়ছে।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার একটি স্যালোঁর কর্ণধার বলেন, ”আগেকার দিনে যে সমস্ত ছোট হেয়ারকাটগুলি প্রচলিত ছিল আবারও সেগুলোই মানুষ বেশি পছন্দ করছে। যেমন বব, পিক্সি, এগুলোর ডিমান্ড অনেকটাই বেশি রয়েছে। বিশেষ করে গরমকালের জন্যই এগুলি বেশি পছন্দ করছে কাস্টমাররা। এছাড়াও এই গরমে চুলের বিশেষ যত্নের প্রয়োজন। তাই এই সময়ে বিভিন্নভাবে চুলের যত্ন নেওয়া উচিত। এছাড়াও প্রতিনিয়ত চুল পরিষ্কার রাখা উচিত। শুধুমাত্র পার্লারে এসে চুলের যত্ন নিতে হবে তা নয়, প্রয়োজন পড়লে বাড়িতেই হেয়ার অয়েল মাসাজ ও নিয়মিত শ্যাম্পু করেও চুল ভাল রাখা যায় গরমের এই সময়টাতে।”
advertisement
ওই স্যালোঁতে আসা এক কাস্টমার জানান, সময় ও জীবনধারার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হেয়ারকাটেরও পরিবর্তন হয়। কর্মব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে অনেকেই যথাযথভাবে চুলের যত্ন নিতে পারেন না। সে ক্ষেত্রে ছোট চুল থাকলে চুলের যত্ন অনায়াসে নেওয়া যায়। আর গরমের এই সময়টাতে তিনি ছোট চুল রাখতেই বেশি পছন্দ করেন।
মেয়েদের চুলের সমস্যা বরাবরের। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশেষভাবে চুলের যত্ন নিতে হয়। গরমের এই সময়টাতে অনেকেই ছোট চুল রাখতে পছন্দ করেন। আর এই গরমের জন্যই এই বিশেষ হেয়ারকাটগুলি মানুষ পছন্দ করে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2024 4:57 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Special Haircut: গরমে এবার নয়া ট্রেন্ড এই হেয়ারকাট, এই চুলের স্টাইলই এখন স্বস্তির ঠিকানা