Health Tips: খালি পেটে ভুলেও খাবেন না, বসন্তে মেলে এই ফল, ব্লাড প্রেশার-অ্যাসিডিটি কমায়

Last Updated:

Health Tips: গরম অনুভূত হয় মাঝেমধ‍্যেই। বসন্ত আসতেই আলিপুরদুয়ারের রাস্তায় দেখা মিলছে কামরাঙা মাখার দোকানের।

+
প্রতীকী

প্রতীকী ছবি।

আলিপুরদুয়ার: শীতকাল বিদায় নিতে শুরু করেছে। কিন্তু রেশ কমছে না।এ দিকে গরম অনুভূত হয় মাঝেমধ‍্যেই। বসন্ত আসতেই আলিপুরদুয়ারের রাস্তায় দেখা মিলছে কামরাঙা মাখার দোকানের।
কামরাঙা ফল স্টার ফল হিসেবে পরিচিত। বেশি টক হওয়ায় অনেকেই কামরাঙা খেতে পছন্দ করেন না। কিন্তু পুষ্টিগুণে ভরপুর কামরাঙা। এমনকি এমনিতে না খেতে পারলেও চাটনি তৈরি করে খাওয়া যায় কামরাঙা। এই ফলে বিপুল পরিমাণে অক্সালিক অ্যাসিড রয়েছে, যা কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে বলে চিকিৎসক সূত্রে জানা যায়। এ জন্য কামরাঙা ভুলেও খালি পেটে খাওয়া ঠিক নয়।
advertisement
আরও পড়ুনঃ সলমন খানে সঙ্গে মাখামাখি রোম্যান্স! মাত্র ৩৭ বছরেই নায়িকার এ কী ভয়ঙ্কর মুখ-চেহারা! চিনতেই পারছে না কেউ
দু’বছর ধরে কামরাঙা মাখার দোকান দিয়েছেন আলিপুরদুয়ারের কৌসর আনসারি। কামরাঙার পাশাপাশি তেঁতুল, কুল মেখে থাকেন তিনি। দুপুরের সময় থেকে তার দোকানে ভিড় শুরু হয়। পড়ুয়াদের ভিড় তো রয়েছে, পাশাপাশি শহরবাসীর ভিড় দেখা যায়।
advertisement
advertisement
বিক্রেতা জানিয়েছেন, “স্কুল ছুটির সময় পড়ুয়ারা আসে। দুপুরে খাওয়াদাওয়ার পর মানুষেরা বেশি আসে। যে যেমনটা বলে তেমনভাবে তৈরি করে দেই কামরাঙা মাখা।” লবণ ও লঙ্কা কুচি দিয়ে কামরাঙা মাখা তৈরি করা হয়। আবার কোনও ক্ষেত্রে লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ধনে পাতা কুচি, লবণ দিয়ে মাখানো হয় কামরাঙা। চিকিৎসক সুভাষ কর্মকার জানিয়েছেন, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়াও এতে কিছু পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।খাবারের হজম ঠিক রাখতেও উপকারী কামরাঙা। সেই সঙ্গে খাবারের রুচি বাড়ায় কামরাঙা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: খালি পেটে ভুলেও খাবেন না, বসন্তে মেলে এই ফল, ব্লাড প্রেশার-অ্যাসিডিটি কমায়
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement