ভাপে, পাতুরি ছাড়ুন, ট্রাই করুন ইলিশ মাছের ডিমের ঝোল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার পুজোয় ট্রাই করুন ইলিশ মাছের ডিমের ঝোল
#কলকাতা: সামনেই পুজো, আর পুজোতে ইলিশ না খেলে চলে ৷ অন্য মাছে কী আর মন ভরে৷ তাই ইলিশ দিয়েই ট্রাই করতে পারেন নানা নতুন রেসিপি ৷ এবার না হয় ভাপে, পাতুরিকে বাদ দিন ৷ বরং ট্রাই করুন ইলিশ মাছে ডিমের ঝোল !
কী কী লাগবে
ইলিশ মাছের ডিম – ১টা মাছের (গোল করে টুকরো করা), ১ কাপ সমপরিমান ডিম
আলু – ৩ টে মাঝারি, আধা ইঞ্চি কিউব করে কাটা
advertisement
পেঁয়াজ কুচি – ১/২ কাপ
আদা বাটা – ১/২ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
মরিচ গুঁড়ো – ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
advertisement
জিরে বাটা – ১/২ চা চামচ
ধনে গুঁড়ো – ১/২ চা চামচ
কাচা লঙ্গা – ৩/৪ টা (ঝাল বেশি চাইলে আরো বেশি)
নুন – পরিমাণমতো
তেল – ২ টেবিল চামচ
ধনে পাতা কুচি – ১ টেবিল চামচ
জল – পরিমানমতো
প্রণালীঃ
মাছের ডিম হালকা ভাবে ধুয়ে ১ ইঞ্চি কিউব করে কেটে নিন। আলু খোসা ফেলে ১/২ ইঞ্চি কিউব করে কেটে নিন।
advertisement
হাঁড়িতে তেল দিয়ে একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন, নাড়তে থাকুন, হালকা বাদামি করে ভাজা হলে এবার ওভেনের আঁচ কমিয়ে সব মশলা ও জল দিয়ে সামান্য কষিয়ে নিন। এবার মাছের টুকরো ও ডিম দিয়ে আরো ৫ মিনিট কষিয়ে পরিমাণ মতো জল দিন, ঝোল বেশি হলে আবার ভাল লাগবে না। আলুর কাটা টুকরো গুলো দিয়ে দিন। ঢেকে দিন কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। ঝোল ফুটতে শুরু করলে কাঁচা লঙ্কা উপরে ছিটিয়ে দিন। এবার ঝোল মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের জন্য তৈরি ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2020 2:55 PM IST