হোলিতে রং বা আবীর খেলার পরে ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে পড়ে। এক্ষেত্রে ত্বকের বিশেষ যত্ন নিতে হবে। নইলে ত্বকে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। হোলির পরে ত্বকের বিশেষ না যত্ন না দিলে ত্বক ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে যায়। তাই ত্বকের মেরামত করাও কঠিন হয়ে পড়ে।
শুষ্ক ত্বক মেরামত করতে শুধু বাজারে কেনা ময়শ্চারাইজার ব্যবহার করলেই চলবে না। কিছু ঘরোয়া উপাদানও ব্যবহার করতে হবে। আসুন জেনে নেওয়া যাক হোলির পরে ত্বকের যত্নে স্কিন কেয়ার রুটিনে কী কী উপাদান ষোগ করবেন
আরও পড়ুন: শুষ্ক ত্বক দূর করবে পনির! ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন নিমেষেই, জেনে নিন
অ্যালোভেরা জেল- অ্যালোভেরা ত্বকের যেকোনো সমস্যায় কাজ করে। ত্বকের শুষ্কতা ও জ্বালাভাব মেটাতে অ্যালোভেরার কোনও তুলনা হয় না। তাই হোলি খেলার পরে ভাল করে রং তুলে মুখে অ্যালোভেরা জেল লাগাতে হবে।
মধু- মধু ত্বককে ভিতর থেকে আদ্র করে। তাই শুষ্ক ত্বকে মধু ভাল করে মেখে নিয়ে ধুয়ে ফেলতে হবে।
আলুর রস- আলুর রস প্রাকৃতিক ব্লিচ। তাই আলুর রস মুখে মাখলে হোলির কড়া রংও সহজেই দূর হয়ে যায় তাই মুখে আলুর রস লাগাতে পারে।
আরও পড়ুন: হোলির পরেই ত্বকে আনুন ম্যাজিকাল গ্লো! এই ঘরোয়া ফেসিয়ালই দেবে পার্লারের মতো ত্বক
অলিভ অয়েল- ত্বকের যত্ন নিতে অলিভ অয়েলেরও কোনও তুলনা হয় না। রঙে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যাল থেকে মুক্তি দিতে সাহায্য করে অলিভ অয়েল। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাল করে অলিভ অয়েল মেখে নিয়ে ঘুমাতে হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।