সিম্বা ছবির সুপারহিট গান টিভিতে দেখে জমাটি নাচ টিয়াপাখির, দুর্বার গতিতে ভাইরাল
Last Updated:
মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে দুর্বার গতিতে
এমন এক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে সোশ্যাল মিডিয়ায় এক বড় ভূমিকা রয়েছে ৷ উঠতে বসতে ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার ও হোয়াটসঅ্যাপ যেন আমাদের ভাললাগা ও মন্দলাগার সঙ্গী হয়ে গিয়েছে ৷ ভাল থেকে খারাপ সোশ্যাল মিডিয়া প্রতিটি মানুষের কাছে এক শিক্ষ্যণীয় বিষয়ে পরিণত হয়েছে ৷ প্রতিদিনই বিভিন্ন আশ্চর্য করার মত পরিস্থিতির সম্মুখীন হই আমরা ৷
মানুষের বিভিন্ন রকমের অভিব্যক্তি, ভাললাগা বা মন্দলাগার বিষয়গুলির সঙ্গে সঙ্গে বাড়তি কিছু গুণাবলী মানুষকে অন্যের সামনে এক অন্যমাত্রায় পেশ করে ৷ অতিরিক্ত মাত্রায় অন্য সমস্ত বিষয়ের প্রতি অনুরাগ থাকার সঙ্গে সঙ্গেই সেই বিষয়ের প্রতি বাড়তি দক্ষতাও লক্ষ্য করা যায় ৷ এমনই নানান রকমের অভিজ্ঞতা কয়েক মাস ধরেই তুলে আনা হচ্ছে ৷ যেমন বেশ কয়েকটি ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল টিয়াপাখি একদম মানুষের মত আচরণ করছে ৷ কথা বলছে, শিস দিচ্ছে, প্রতি কথার উপযুক্ত ও সঠিক উত্তর দিচ্ছে ৷ এইগুলি দেখে সবাই বেশ চমকে গিয়েছেন কেউ কেউ আবেগতাড়িতও হয়েছিলেন ৷
advertisement
advertisement
তবে সোশ্যাল মিডিয়ায় এইবার যে ভিডিওটি ছড়িয়েছে সেটি হল টিভি দেখে দেখে জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচছে একটি অন্যপ্রজাতির টিয়াপাখি ৷ সিম্বা ছবির গান ৷ আখ মারে ও লড়কি আখ মারে ৷ গানটি দৃশ্যত হয়েছিল রণবীর সিং ও সারা আলি খানের উপরে ৷ টিভিতে গান চলছিল সেই গানের তালে তালে দুর্দান্ত নাচ নেচেছে টিয়াপাখি ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2019 9:00 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সিম্বা ছবির সুপারহিট গান টিভিতে দেখে জমাটি নাচ টিয়াপাখির, দুর্বার গতিতে ভাইরাল