হিট গান, নাচ সুপারহিট, সোশ্যাল মিডিয়ায় বয়স্কদের নাচের দুরন্ত ভিডিও ভাইরাল

Last Updated:

জীবনের নানান খুশির দিকগুলি ঘুরে অফিরে আসে বারেবারে

বয়স শুধুমাত্র সংখ্যা মাত্র ৷ সময় যত এগিয়ে যায় বয়সও বাড়তে থাকে ৷ এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম ৷ এই ভাবেই দুনিয়া চলে ৷ চলে সমাজও ৷ আগামিকাল আমাদের জন্য কী অপেক্ষা করে বসে আছে ? সে কেউ জানেনা ৷ তাই যেটুকু সময় বেঁচে আছে সেই টুকু সময়ের জীবনের কিছু আশা ভরসাকে নিয়েই চবতে হয় ৷
এক জীবনে সব পাওয়া কখনই সম্ভব নয় ৷ আশা করাটাও ঠিক নয় ৷ সব পাওয়ার আশায় চরম হতাশায় কাটাতে হয় জীবন ৷ কেননা সব পেলে নষ্ট জীবন ৷ এমনই এক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে ফেসবুকে এমন এক আনন্দধাম যেখানে এক পরিচিত হিন্দি গানের সঙ্গে নাচছেন বেশ কয়েকজন বয়স্ক মানুষের জীবনের বাকি দিনগুলির আনন্দ চেটেপুটে নেওয়াটাই জীবন ৷
advertisement
advertisement
জীবনের গল্প অল্প হলেও তা জীবনকে স্বর্শ করে বারাবারে ৷ এমনই এক ভিডিও প্রকাশিত হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যেখানে ৷ হিরো নম্বর ওয়ানের সোনা কিতনা সোনা হ্যায় গানে তুমুল মনেছেন বেয় কয়েকজন মানুষ তবে সব থেকে বেশি চোখে পড়েছে এক বয়স্ক মানুষ ৷ মনের আনন্দে তিনি নেচে যাচ্ছেন ৷ তবে এই ভিডিওটি-র সত্যতা আমরা যাচাই করিনি ৷ এমনও হতে পারে ভিডিওটি আগে শ্যুট করার পরে হিন্দি গানটি সম্পাদিত হয়েছে ৷ তবে গানটির মূল উপজীব্য হল জীবনকে লুটেপুটে আনন্দ করা সেখানে বয়স কোনও বাধাই নয় ৷ যেখানে আনন্দই শেষকথা নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হিট গান, নাচ সুপারহিট, সোশ্যাল মিডিয়ায় বয়স্কদের নাচের দুরন্ত ভিডিও ভাইরাল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement