হিট গান, নাচ সুপারহিট, সোশ্যাল মিডিয়ায় বয়স্কদের নাচের দুরন্ত ভিডিও ভাইরাল

Last Updated:

জীবনের নানান খুশির দিকগুলি ঘুরে অফিরে আসে বারেবারে

বয়স শুধুমাত্র সংখ্যা মাত্র ৷ সময় যত এগিয়ে যায় বয়সও বাড়তে থাকে ৷ এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম ৷ এই ভাবেই দুনিয়া চলে ৷ চলে সমাজও ৷ আগামিকাল আমাদের জন্য কী অপেক্ষা করে বসে আছে ? সে কেউ জানেনা ৷ তাই যেটুকু সময় বেঁচে আছে সেই টুকু সময়ের জীবনের কিছু আশা ভরসাকে নিয়েই চবতে হয় ৷
এক জীবনে সব পাওয়া কখনই সম্ভব নয় ৷ আশা করাটাও ঠিক নয় ৷ সব পাওয়ার আশায় চরম হতাশায় কাটাতে হয় জীবন ৷ কেননা সব পেলে নষ্ট জীবন ৷ এমনই এক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে ফেসবুকে এমন এক আনন্দধাম যেখানে এক পরিচিত হিন্দি গানের সঙ্গে নাচছেন বেশ কয়েকজন বয়স্ক মানুষের জীবনের বাকি দিনগুলির আনন্দ চেটেপুটে নেওয়াটাই জীবন ৷
advertisement
advertisement
জীবনের গল্প অল্প হলেও তা জীবনকে স্বর্শ করে বারাবারে ৷ এমনই এক ভিডিও প্রকাশিত হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যেখানে ৷ হিরো নম্বর ওয়ানের সোনা কিতনা সোনা হ্যায় গানে তুমুল মনেছেন বেয় কয়েকজন মানুষ তবে সব থেকে বেশি চোখে পড়েছে এক বয়স্ক মানুষ ৷ মনের আনন্দে তিনি নেচে যাচ্ছেন ৷ তবে এই ভিডিওটি-র সত্যতা আমরা যাচাই করিনি ৷ এমনও হতে পারে ভিডিওটি আগে শ্যুট করার পরে হিন্দি গানটি সম্পাদিত হয়েছে ৷ তবে গানটির মূল উপজীব্য হল জীবনকে লুটেপুটে আনন্দ করা সেখানে বয়স কোনও বাধাই নয় ৷ যেখানে আনন্দই শেষকথা নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হিট গান, নাচ সুপারহিট, সোশ্যাল মিডিয়ায় বয়স্কদের নাচের দুরন্ত ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement