অপরাধী রে গান গেয়ে জমিয়ে নেচে ফেসবুকে ভাইরাল খুদে, আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়ের মত
Last Updated:
সুপার গানটি দারুণ সাড়া ফেলেছে
অপরাধী গান গেয়ে নেচে একাকার করল ছোট্ট ছেলে ৷ বছর খানেক আগেই গানটি ফেসবুকে রীতিমত ভাইরাল হয়েছিল গানটি দুটি পর্যায়ে গাওয়া হয়েছিল এককটি পুরুষ কন্ঠে তো অপরটি মহিলা কন্ঠে ৷ একটি পোলারে পোলা তুই অপরাধীরে, অপরটি মাইয়া রে মাইয়া তুই অপরাধীরে ৷ সেই গান আরও একবার ভাইরাল হয়েছে ৷
এই বার একটি ছোট্ট ছেলে গেয়ে নেচে একাকার হয়েছে ৷ মনে করিয়ে দিল সেই সব দিনের কথা ৷ ছোট্ট শিশুটির ভঙ্গিতে মনে পড়ল উলঙ্গ রাজার কথা ৷ সবার সামন কোনও কিছুর পরোয়া করেই সত্যি কথা বলেছিল রাজা তোর কাপড় কোথায় ? তেমনই এই খানে ছোট্ট ছেলেটিও অকপট যে গানের কথা ঠিক হচ্ছে কি না ? নাচ অন্যের ভাললাগবে কী না ৷ তার মন চেয়েছে ভাললেগেছে তাই সে নেচেছে ৷
advertisement
advertisement
একদিকে পৃথিবীর সমস্ত কিছু অন্যদিকে ভাললাগা এই ভাল লাগার কোনও মূল্য হয়না এই ভাললাগা অমূল্য এখানেও ভাললাগার কাছে সব হারিয়ে গিয়েছে হেরে গিয়েছে সব কিছু ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2019 3:19 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অপরাধী রে গান গেয়ে জমিয়ে নেচে ফেসবুকে ভাইরাল খুদে, আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়ের মত