অপরাধী গান গেয়ে নেচে একাকার করল ছোট্ট ছেলে ৷ বছর খানেক আগেই গানটি ফেসবুকে রীতিমত ভাইরাল হয়েছিল গানটি দুটি পর্যায়ে গাওয়া হয়েছিল এককটি পুরুষ কন্ঠে তো অপরটি মহিলা কন্ঠে ৷ একটি পোলারে পোলা তুই অপরাধীরে, অপরটি মাইয়া রে মাইয়া তুই অপরাধীরে ৷ সেই গান আরও একবার ভাইরাল হয়েছে ৷
এই বার একটি ছোট্ট ছেলে গেয়ে নেচে একাকার হয়েছে ৷ মনে করিয়ে দিল সেই সব দিনের কথা ৷ ছোট্ট শিশুটির ভঙ্গিতে মনে পড়ল উলঙ্গ রাজার কথা ৷ সবার সামন কোনও কিছুর পরোয়া করেই সত্যি কথা বলেছিল রাজা তোর কাপড় কোথায় ? তেমনই এই খানে ছোট্ট ছেলেটিও অকপট যে গানের কথা ঠিক হচ্ছে কি না ? নাচ অন্যের ভাললাগবে কী না ৷ তার মন চেয়েছে ভাললেগেছে তাই সে নেচেছে ৷
একদিকে পৃথিবীর সমস্ত কিছু অন্যদিকে ভাললাগা এই ভাল লাগার কোনও মূল্য হয়না এই ভাললাগা অমূল্য এখানেও ভাললাগার কাছে সব হারিয়ে গিয়েছে হেরে গিয়েছে সব কিছু ৷