কুমার শানুর সুপারহিট গানে নাল বাজিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় ছোট্ট ছেলের
Last Updated:
কুমার শানুর অন্যতম সুপারহিট গান 'তু ধরতি পে চাহে জাঁহা রহেগি, তুঝে তেরি খুশবু সে পহেচানলুঙ্গা'
এক অনবদ্য প্রতিভার বহিঃপ্রকাশ হয়েছে ফেসবুকে ৷ কুমার শানুর সুপারহিট গানের সঙ্গে তালে তাল মিলিয় ঢোল বাজিয়ে সবার আলাদা করে নজর কেড়েছে এই ছোট্ট ছেলে ৷ মূলত নব্বইয়ের দশকের বেশ বড় সময় জুড়ে রয়েছে কুমার শানুর একের পর এক সুপারহিট ছবির গান ৷ বেশিরভাগ ক্ষেত্রেই সুর দিয়েছিলেন নাদিম-শ্রাবণ ৷
আশিকি, দিল হ্যায় কে মানতা নেহি, সড়ক, জিৎ, সাজনকে ঘর, স্বপ্নে সাজনকে, ফুল অউর কাঁটে, সাজন, দিল তেরা আশিক একাধিক ছবিতে জুটি বেঁধে গান গেয়ে ঝড় তুলেছিলেন তিনি ৷ তাঁর কুমার শানুর সেরা গানের তালিকায় অবশ্যই আসতে পারে জিৎ ছবির গান ৷
advertisement
জিৎ ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, করিশমা কাপুর ও সলমন খান ৷ সেই ছবিরই একটি দুর্দান্ত গান 'তু ধরতি পে চাহে জাঁহা রহেগি, তুঝে তেরি খুশবু সে পহেচানলুঙ্গা ৷' সেই সুপারহিট গানের সঙ্গে ঢোলবাজিয়ে ভাইরাল হয়েছেন এক ছো্ট্ট ছেলে ৷ দেখুন সেই ভিডিও ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2019 3:28 PM IST