এক নয় তিন তিন সুন্দরীর নাচে কাঁপল সোশ্যাল মিডিয়া, উদিত নারায়ণ-অলকা ইয়াগনিকের নব্বইয়ের দশকের গানে ঝড়

Last Updated:

ফের সোশ্যাল মিডিয়ায় বড়সড় সুরেলা বিস্ফোরণ

ফের নব্বইয়ের দশকের গানে কাঁপল সোশ্যাল মিডিয়া ৷ মনে করাল মাধুরী দীক্ষিতকে ফের মনে করাল ৷ রাজা ছবির গানে উত্তপ্ত হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া ৷ ছবির সুরকার নাদিম-শ্রাবণ ৷ মাধুরী দীক্ষিত নেনে ও সঞ্জয় কাপুরের দুর্দান্ত নাচে সোশ্যাল মিডিয়া তপ্ত হয়েছে ৷ সেই গানের রেশেই তোলপাড় করেছে ইউটিউব ৷ প্রতিটি ছন্দেই এক আলাদা ভাললাগার পরিবেশ সৃষ্টি হয়েছে ৷
ইন্দ্র কুমারের প্রযোজনা ও পরিচালনায় নাচে, গানে ভরপুর ছবিটি এক আলাদা আকর্ষণের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় ৷ এই ছবির অন্যান্য গানগুলি হল লভ ইউ রাজা, কিসি দিন বনুঙ্গি ম্যায় রাজা কি রানি, ফুল মাঙ্গু না বাহার মাঙ্গু, প্রতিটি গানই দুর্দান্ত গতিতে ফেসবুকে ছড়িয়ে পড়েছে ৷ রাজা ছবির গানগুলি উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের কন্ঠে অনবদ্য গানটি প্রতিটি বয়সের মানুষের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে এসেছে ৷
advertisement
advertisement
রাজা ছবির গানটি দশকের পর দশক যে আরও জনপ্রিয় হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ সেই ভিডিওই শিরোনামে এসেছে ৷ সব থেকে বড় চমক যুবতীর তুমুল নাচে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ হয়েছে ৷ এক নয় তিন তিন সুন্দরীর নাচে কাঁপল সোশ্যাল মিডিয়া, একবার দেখে নেওয়া যাক সেই ভিডিওই আরও একবার ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এক নয় তিন তিন সুন্দরীর নাচে কাঁপল সোশ্যাল মিডিয়া, উদিত নারায়ণ-অলকা ইয়াগনিকের নব্বইয়ের দশকের গানে ঝড়
Next Article
advertisement
সময় বাঁচবে, হতে পারে সাশ্রয়ও! যাত্রা হবে মসৃণ... ডিজিটাল পেমেন্টে জোর কলকাতা মেট্রোর
সময় বাঁচবে, হতে পারে সাশ্রয়ও! যাত্রা হবে মসৃণ... ডিজিটাল পেমেন্টে জোর কলকাতা মেট্রোর
  • ডিজিটাল পেমেন্টে জোর কলকাতা মেট্রোর

  • ডিজিটাল টিকিটিং মোড ব্যবহার করার জন্য অনুরোধ

  • থাকতে পারে বোনাসের সুবিধাও

VIEW MORE
advertisement
advertisement