বিনোদিনী রাই মিষ্টি মধুর গানে স্কুলে নেচে ভাইরাল ছোট্ট পড়ুয়া স্কুলের উঠোন কেঁপেছে ছোট মেয়ের অকতারে নাচের ভিডিও ৷ ঘটনাটি বর্ধমানের এক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি ঘটেছে ৷ এই খুদে পড়ুয়াকে ঘিরে রয়েছেন পড়ুয়ারা ৷ তাঁরাও এত ভাল একটি নাচকে বিশেষ ভাবে উপভোগ করেছে ৷
জীবনে সার্থক ও সফল হতে গেলে লেখাপড়া এক ও একমাত্র রাস্তা তবে লেখাপড়ার সঙ্গে আরও বেশ কিছু বিশেষ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে বাড়ে দক্ষতা ৷ তবে মধ্যবিত্ত বাড়িতে লেখাপড়ার সঙ্গে বিশেষ ধর্মী শিক্ষা বলতে বোঝানো হয়ে থাকে গান গাওয়া, নাচ শেখা বা আঁকা ঝোঁকা করা ৷ তার সঙ্গে সাঁতার শেখা, ক্যারাটেও রয়েছে ৷
তবে লেখাপড়ার সঙ্গে বিশেষধর্মী শিক্ষা হিসাবে প্রধানত বেছে নেন অভিভাবকেরা ৷ যাতে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাঁর সন্তান বাড়তি কিছু শিখলে আগামী দিনে তাঁর সন্তানেরই উজ্জ্বল ভবিষ্যত যাতে হয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।