corona virus btn
corona virus btn
Loading

খুব খিদে পেয়েছে, একের পর এক কথা বলে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে টিয়াপাখি

খুব খিদে পেয়েছে, একের পর এক কথা বলে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে টিয়াপাখি

সার্থক জীবন, টিয়াপাখির ভালবাসা-সোহাগ গায়ে মেখে ফেসবুকে ভাইরাল তরুণী

  • Share this:

প্রেমই সর্বশ্রেষ্ঠ জীবনে ভালবাসার কাছে আত্মসমর্পণ করে সবাই ৷ মানুষের ভাল বন্ধু যে মানুষ হবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই কিন্তু অনেক সময়ে ভালবন্ধুর জায়গা নিয়ে থাকে অন্য মানুষের বদলে বনের পশুপাখি ৷ পশুপাখির মত স্বার্থহীন ভালবাসা আর কারোর থেকে পাওয়া সম্ভব নয় ৷ তাদের ভালবাসায় কোনও প্রতিদান খোঁজেনা ৷

তাদের ভালবাসা নিখাদ তারা শুধুই ভালবাসতে জানে ৷ তার বিনিময়ে কিছুই চায়না তারা ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে ৷ একটি টিয়াপাখি রীতিমত কথা বলছে এক যুবতীর সঙ্গে, সব থেকে গুরুত্বপূর্ণ টিয়াপাখিটি বলছে খিদে পেয়েছে ৷ এমনই নয় চুমুতে চুমুতে যুবতীর সঙ্গে খেলা করছে ৷ ভিডিওটি একবার নয় বারেবারে প্রমাণ করেছে ভালবাসার বিকল্প কিছুই নেই অকৃত্রিম ভালবাসায় বনের পশুপাখিও সাড়া দেয় ৷

ভালবেসে কাছে এসে তারাও মানুষের মন জয় করতে পারে দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ৷

Published by: Arjun Neogi
First published: March 15, 2020, 6:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर