corona virus btn
corona virus btn
Loading

মুহূর্তেই ক্ষতবিক্ষত, টেনে ছিঁড়ে খেল সিংহের দল, মাটিতে লুটিয়ে অসহায় মহিষ

মুহূর্তেই ক্ষতবিক্ষত, টেনে ছিঁড়ে খেল সিংহের দল, মাটিতে লুটিয়ে অসহায় মহিষ

নিমেষেই রক্তাক্ত মহিষ কী লড়াইয়ে ফিরল ? রকেটের গতিতে ভাইরাল

  • Share this:

খাদ্য ও খাদকের সম্পর্কের উপর অনেকটাই নির্ভর করে এই পৃথিবীর সমস্ত কিছু চলে ৷ পৃথিবীর সমস্ত কিছুই নির্ভর করে ক্রিয়া ও প্রতিক্রিয়ার উপরে ৷ বিজ্ঞানের ভাষায় খাদ্য ও খাদকের মধ্যে নিত্য ও সত্য একটি প্রাকৃতিক সম্পর্ক নির্ভর করে ৷ এটি দেখলে মনে হতে পারে বেশ ভয়ঙ্কর এর থেকে খারাপ আর কিছুই হতে পারেনা ৷

খাদ্য ও খাদকের নিখাদ সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ একটি ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে এমনই হাড়হিম করা দৃশ্য ৷ যেখানে দুটি সিংহ ও সিংহী বাগে পেয়ে টুঁটি চেপে ধরেছে একটি মহিষের ৷ খাদ্য ও খাদকের উল্লাসের খেলায় মেতেছে তারা ৷ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে শেষ করতে পশুরাজ সিংহ কেশর ফুলিয়ে আক্রমণ করছে যন্ত্রণায় এক্কেবারে কালহিল হয়ে পড়েছে মহিষটি তবুও বাঁচার শেষ আশা কিছুতেই ছাড়ছেনা সে ৷

অন্যদিকে সিংহের দল কিছুতেই ছাড়তে চাইছেনা মহিষকে ৷ অবশেষে কাতর যন্ত্রণায় মাটিতে নুইয়ে পড়েছে সে ৷ মাটিতে লুটিয়ে পড়ি সিংহের শরীর নিয়ে চলছে উল্লাস রীতিমত ভাইরাল ভিডিও ৷

First published: December 30, 2019, 8:55 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर