Mega Viral Video: শাড়ি-ল্যাহেঙ্গা পরা সুন্দরীরা ছেঁকে ধরেছেন, Sunny Leone-Kajol-এর গানে নেচে কাঁপালেন বিয়ে করতে আসা বর

Last Updated:

সেই সুপার ভাইরাল ভিডিও-তে কাঁপছে সোশ্যাল মিডিয়া

ফের সোশ্যাল মিডিয়া কাঁপল বিয়ে বাড়ির মেবা ভাইরাল ভিডিওতে ৷ যদিও করোনা সংক্রমণের জন্য বিয়েবাড়িতে বেশ কিছু বিধি নিষেধ রয়েছে ৷ তবুও বিয়ে বাড়ি মানেই চোখের সামনে বেশ কিছু দৃশ্য ভেসে ওঠে ,সেগুলি আল আলোর রোশনাই, চারিদিকে এক আনন্দের পরিবেশ, সুগন্ধিতে ভুরভুর করে গোটা বাড়ি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের এক সঙ্গে জড়ো হওয়া, জমিয়ে খাওয়া দাওয়া মজা ও আনন্দ করা ৷ আর অবশ্য এক প্রেমের আবহ সব কিছুই যেন বারেবারে মনকে ভরিয়ে তোলে ৷
বিয়ের বাড়ির রীতিনীতি অত্যন্ত আকর্ষণীয় প্রতিটি মানুষের কাছেই ৷ সকাল থেকে সন্ধে বাড়ির বড় থেকে ছোট সবাই যেন ছুটে বেড়াচ্ছে যে কীভাবে এত বড় কাজটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সেই দিকে তাকিয়েই ৷ তবে বাড়তি উৎসাহ বা উদ্দীপনা প্রধানত সন্ধের পর থেকেই বাড়ে যখন বড় বিয়ে করতে কনের বাড়িতে পৌঁছয় ৷ এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে ৷ নতুন বর বিয়ে করতে এসেছেন মণ্ডপের বাইরে সুন্দরীরা ছেঁকে ধরেছেন ৷
advertisement
advertisement
সানি লিওন (মেরা সইয়া সুপারস্টার, Leela Ek Paheli) ও কাজলের কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai) ছবির সুপারহিট গানের তালে নাচতে থাকেন হ্যালেঙ্গা ও শাড়ি পরা সু্ন্দরীরা ৷ নাচ শেষেই দাবি করেন তাঁদের ৫০ হাজার টাকা, এমনই এক ভিডিও সুপার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এপ্রিল মাসের ভিডিওতে কোটি কোটি ভিউ হয়েছে এখনও পর্যন্ত ৷ যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mega Viral Video: শাড়ি-ল্যাহেঙ্গা পরা সুন্দরীরা ছেঁকে ধরেছেন, Sunny Leone-Kajol-এর গানে নেচে কাঁপালেন বিয়ে করতে আসা বর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement