আমি তোমাকে ভালবাসি, বিদেশিনী স্ত্রীর মুখে মাতৃভাষায় প্রেমে আপ্লুত ভারতীয় স্বামী
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ভাঙল সব আবেগের বাঁধ, জীবনের চাওয়া পাওয়ার ষোলোয়ানার পরিপূর্ণ জীবন
ছোটবেলায় পড়া আমি বাঙালি হই বা গুজরাটি সবার আগে আমি ভারতবাসী, আমরা এই দেশের নাগরিক সেটির দেশের থেকে বড় কিছুই নেই ৷ ভারতে নানা বর্ণ বা দর্মের মানুষ বাস করেন সবাই নিজের নিজের মাতৃভাষা আলাদা হলেও একটাই বিষয় সবাই ভারতীয় ৷ আচার বা রীতিনীতি পালনের কিছু তারতম্য থাকলেও সবাই মুগ্ধ প্রতিটি প্রদেশের প্রতিটি ভাষাই মিষ্টি ভাষা ৷
এই ভাষার মিষ্টতা এতটাই যে বিদেশিনীর মুখে আমাদের দেশের যেকোনও ভাষাই বেশ মিষ্টি লাগে ৷ এমনই এক ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে এক বিদেশি সুন্দরী মিষ্টি ভাবে পঞ্জাবি ভাষায় একধিক শব্দ প্রয়োগ উচ্চারণ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ৷ তিনি এক থেকে দশ, আমি তোমাকে ভালবাসি পঞ্জাবি ভাষায় বলেছেন সঙ্গে, বাবা, মা, কাকা, জ্যাঠা, শ্বশুর শাশুড়ি, ইত্যাদি পুরোপুরি উচ্চারণ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
advertisement
advertisement
তাঁর সঙ্গে তাঁর সঙ্গীও ছিলেন ভিডিওতে প্রিয় মানুষের মুখে মাতৃভাষা শুনে বেশ আপ্লুত হয়েছেন তিনি ৷ প্রেমিকার মধ্যেই তিনি ঈশ্বর দেখেছেন সেটিও স্বীকার করে নিয়েছেন তিনি ৷ এক নজরে দেখে নিন সেই ভাললাগার ভিডিওটি ৷ যদিও ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2020 3:01 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আমি তোমাকে ভালবাসি, বিদেশিনী স্ত্রীর মুখে মাতৃভাষায় প্রেমে আপ্লুত ভারতীয় স্বামী