Home /News /life-style /
তুমুল এনার্জি, প্রবল উৎসাহ, লুঙ্গি ডান্স গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুদে

তুমুল এনার্জি, প্রবল উৎসাহ, লুঙ্গি ডান্স গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুদে

জিমের মধ্যেই তুলকালাম সৃষ্টি হয়েছে ছোট্ট মেয়ের নাচ

  • Last Updated :
  • Share this:

ছোট্ট মেয়ের দুর্ধর্ষ নাচে রীতিমত কেঁপেছে সোশ্যাল মিডিয়া ৷ জনপ্রিয় হিন্দি ছবির গানের সঙ্গে নেচে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে ৷ জিমের মধ্যে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সুপারহিট ছবি চেন্নাই এক্সপ্রেসের গানে কোমর দুলিয়েছে ৷ সমস্ত জড়তা ঝেড়ে ফেলে দিয়েছে সে নেচেছে ৷

ক্যামেরার ওপারে থাকা মানুষের তাঁক উৎসাহ জুগিয়েছেন বলেই এত সাবলীল ভাবে গানের তালে তালে নেচেছে ছোট্ট মেয়ে ৷ সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ বছর কয়েক আগে চেন্নাই এক্সপ্রেস ছবিটি মুক্তি পেয়েছিল ৷ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ৷ নিজের সংস্থা অর্থাৎ রেড চিলিজের প্রযোজনায় ছবিটি মুক্তি পেয়েছে ৷ রোহিত শেট্টির নির্দেশনায় মন মাতানো ছবিটি সবারই মন জয় করেছে ৷

দক্ষিণ ভারতের বেশ কিছু দুর্দান্ত লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে ৷ বিশেষত লুঙ্গি ডান্স গানটি শ্যুট করা হয়েছিল রামোজি ফিল্ম সিটিতে ৷ হানি সিং-এর সুপার ডুপারহিট গানে তুমুল নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছোট্ট মেয়ে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Chennai Express, Deepika padukone, Rohit Shetty, Shahrukh Khan