• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • পড়ন্ত রোদে দুই পা আকাশে, বাকি দুই পায়ে ব্যালান্স বিড়ালের ! বুলেটের গতিতে ভিডিও ভাইরাল

পড়ন্ত রোদে দুই পা আকাশে, বাকি দুই পায়ে ব্যালান্স বিড়ালের ! বুলেটের গতিতে ভিডিও ভাইরাল

সংগৃহীত ছবি ৷

সংগৃহীত ছবি ৷

এ কি শুধুই নিরলস সময় কাটানো না কি ? বিনোদন !

 • Share this:

  #কলকাতা: আহ্লাদে যেন এক্কেবারে আটখানা ! ঠিকমত পরিবেশ পেলে মানুষ থেকে পশু সবাই আহ্লাদে আটখানা হয়েই থাকে এমনই এক মৃদুমন্দ রোদের মধ্যে প্রায় যেন সার্কাস দেখাতে ব্যস্ত এক বিড়াল দুই পা দিয়ে হাঁটছে আর মহানন্দে ২ পা মাথার উপরে তুলে দিয়ে কসরৎ দেখাচ্ছে ৷

  ল্যাদ খাওয়া নাকি অনেক মানুষের হবি বা শখও বলা যেতে পারে ৷ তবে এক এক মানুষের যেমন এক এক ধরনের শখ থাকে ঠিক তেমনই ৷ পশুপাখিদেরও বিশেষ ধরনের শখ থাকে ৷

  যার নমুনা এই ভিডিওতে রইল ৷ প্রতিদিনের কাজের মাঝে এ এক অন্য ভাললাগা ৷ কিছুটা নিজেকে একটু রিফ্রেশ করে নেওয়া ৷

  First published: