পুরুষের বিকৃতকাম নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা ? জেনে নিন

Last Updated:

এক যুবক উল্লেখ করেছিলেন নারীশরীরের নাভি নিয়ে তাঁর বিশেষ দুর্বলতার কথা! তিনি জানতে চেয়েছিলেন বিশেষজ্ঞ পল্লবী বার্নওয়ালের কাছে- এই ধরণের মানসিকতা কি বিকৃতকামের লক্ষণ?

Image is Used For Representational Purpose
#কলকাতা: বিশেষ শব্দটা প্রয়োগের তাৎপর্য সবার আগে একটু ব্যাখ্যা না করলেই নয়। কারও যদি যৌনসঙ্গীর শরীরের কোনও নির্দিষ্ট অংশ অথবা রতিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও বিষয়ের প্রতি আলাদা রকমের দুর্বলতা থাকে, তা হলে যৌনতার পরিসরে তাকে ইংরেজিতে বলা হয় Fetish। বিশেষজ্ঞা পল্লবী জানিয়েছেন যে অনেকেই তাঁর কাছে তাঁদের Fetish বিষয়ে নানা ধরনের পরামর্শ চেয়ে থাকেন। সে রকমই একবার এক যুবক উল্লেখ করেছিলেন নারীশরীরের নাভি নিয়ে তাঁর বিশেষ দুর্বলতার কথা! তিনি জানতে চেয়েছিলেন বিশেষজ্ঞ পল্লবী বার্নওয়ালের কাছে- এই ধরণের মানসিকতা কি বিকৃতকামের লক্ষণ? সঙ্গিনীকেই বা কী করে বলা যায় যে তাঁর নাভিদেশই যুবকটিকে আনন্দের পরাকাষ্ঠায় নিয়ে যেতে পারে?
advertisement
পল্লবী এ ব্যাপারে জানিয়েছেন স্পষ্ট- নাভিদেশের প্রতি অতিরিক্ত দুর্বলতা বা Belly Button Fetish কোনও দিক থেকেই বিকৃতকামের লক্ষণ নয়। বরং, তা কী ভারতীয় হোক, কী পাশ্চাত্য সংস্কৃতি, বিশেষ করে সাহিত্য, সর্বত্রই পরিগণিত হয়েছে নারীর সৌন্দর্যের অন্যতম অঙ্গ হিসেবেই। কালিদাস যেমন তাঁর কাব্যে পার্বতীর নাভিদেশের বিস্তৃত বর্ণনা দিতে ছাড়েননি, তেমনই হিব্রু বাইবেলের সং অফ সংস অংশে রাজা সলোমনের জবানিতে প্রেয়সী সুলাইমির নাভিদেশের সৌন্দর্যমাহাত্ম্য প্রকাশ পেয়েছে।
advertisement
advertisement
অন্য দিকে এ প্রসঙ্গে ১৯৭০ সালের বেলি বাটন ম্যাগাজিন-এর কথাও না বললেই নয়। এই পত্রিকার থিমই ছিল নাভিদেশ! ২০১২ সালে সব চেয়ে বেশি যে শব্দ উঠে এসেছিল Google Search-এ, তা হল Belly Button Fetish। মিলান কুন্দেরার ২০১৫ সালের দ্য ফেস্টিভ্যাল অফ ইনসিগনিফিক্যান্স কনভেজ বইতেও এসেছে প্যারিসের নারীদের শরীরের এই বিশেষ অংশটির প্রদর্শনের কথা!
advertisement
কেন না, অস্বীকার করার উপায় নেই, শরীরের এই অংশে আদর খুব সহজেই উত্তেজিত করে তোলে নারীদের! একে অবহেলা করা যায় না! মূত্রস্থলী এবং যোনিপথের ঠিক মধ্যবর্তীতে অবস্থান করে বলে এই অংশ স্পর্শ করলে তার রেশ স্নায়ুমাধ্যমে সারা শরীরে তো বটেই, বিশেষ করে যৌনাঙ্গেও প্রবাহিত হয়, কামোদ্দীপনা বৃদ্ধি পায়! পল্লবীর পরামর্শ- সবার প্রথমেই এ প্রসঙ্গ না তুলে রমণকালে তা ব্যক্ত করাই ভালো! তবে এই প্রসঙ্গে পল্লবী আরও একটি ব্যাপারের কথা মাথায় রাখতে বলেছেন! হতেই পারে কোনও পুরুষ যৌনসঙ্গিনীর নাভিদেশে আদর করতে ইচ্ছুক, কিন্তু নারীটির যে তা ভালো লাগবেই তার কোনও মানে নেই! আবার এমনও হতে পারে যে আদরের প্রাবল্যে তিনি অস্থির হয়ে পড়লেন, যে আদর যৌন উত্তেজনা জাগাতে পারত, সেটা তাঁর কাতুকুতু বলে মনে হল! এ ক্ষেত্রে বিবেচকের মতো নিজের Fetish দমন করাই সঙ্গত হবে!
advertisement
Pallavi Barnwal
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুরুষের বিকৃতকাম নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা ? জেনে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement