Tathagat Avatar Tulsi: ৯ বছরে ম্যাট্রিক, ২১-এ পিএইচডি! ২৩ বছরে আইআইটিতে অধ্যাপনার চাকরি পেয়েও সেদিনের বিস্ময় বালক আজ কর্মহীন

Last Updated:

Tathagat Avatar Tulsi: ১২ বছর বয়সে এমএসসি এবং ২১ বছর বয়সে আইআইএসসি থেকে সম্পূর্ণ করেন পিএইচডি

খ্যাতির আলো থেকে অন্ধকারের আড়ালে চলে গিয়েছেন তথাগত অবতার তুলসি। এক সময় তাঁকে বলা হত বিস্ময়বালক। এখন তিনি বিস্মৃত। বিহারে তাঁর জন্ম ১৯৮৭ সালের ৯ সেপ্টেম্বর। তিনি স্কুলের চূড়ান্ত পরীক্ষা বা ম্যাট্রিকুলেশন পাশ করেন মাত্র ৯ বছর বয়সে। তার ২ বছর পর পটনা সায়েন্স কলেজ থেকে মাত্র ১১ বছর বয়সে বিএসসি সম্পূর্ণ করেন। ১২ বছর বয়সে এমএসসি এবং ২১ বছর বয়সে আইআইএসসি থেকে সম্পূর্ণ করেন পিএইচডি। সে সময় বিস্ময় প্রতিভা হিসেবে তথাগত সংবাদ মাধ্যমের শিরোনাম আলো করে ছিলেন।
স্নাতকোত্তর সম্পূর্ণ করার পর ভারত সরকার তাঁকে জার্মানিতে পাঠিয়েছিলেন নোবেলজয়ীদের এক সম্মেলনে অংশ নেওয়ার জন্য। ২০১০ সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি বম্বে আইআইটি থেকে আমন্ত্রণ পান সহকারী অধ্যাপক হিসেবে পড়ানোর জন্য। তবে সে চাকরি ছিল অস্থায়ী। ২০১৯-এ চাকরি থেকে বরখাস্ত হন তিনি।
তথাগত তুলসির চাকরি হারানোর কারণ লুকিয়ে আছে আরও কয়েক বছর পিছিয়ে ২০১১ সালে। সে সময় তীব্র জ্বরে আক্রান্ত হন তথাগত। ধরা পড়ে অ্যাস্থমাটিক অ্যালার্জি। শরীর সুস্থ করতে ছুটি নেন তিনি। ২০১৩ সালে তিনি চার বছরের জন্য ছুটি নেন আইআইটি বম্বে থেকে। তার পর থেকে তিনি পটনাতেই ছিলেন। মুম্বই ফিরে গিয়ে আইআইটি-র চাকরিতে যোগ দেননি। শেষ পর্যন্ত ২০১৯ সালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
advertisement
advertisement
তাঁর দাবি, অ্যালার্জিতে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় থাকলে শারীরিক কষ্ট আরও বাড়ত। বেঙ্গালুরু বা দিল্লিতে থাকলে তিনি সুস্থ থাকতেন। দাবি তথাগতর। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কর্মস্থল থেকে বদলি চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই দাবি মঞ্জুর হয়নি।
এখন তিনি কর্মহীন। আইন পড়ছেন তথাগত তুলসি। তিনি চান তাঁর সঙ্গে যে অন্যায় করা হয়েছে, আইন পড়ে তার প্রতিকার করবেন। তাঁর প্রতিভার সঠিক মূল্যায়ন নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেকেই বলেছেন তথাগত তুলসি অসামান্য মেধাবী। আবার তাঁর মেধা ও কৃতিত্ব নিয়ে প্রশ্নও উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tathagat Avatar Tulsi: ৯ বছরে ম্যাট্রিক, ২১-এ পিএইচডি! ২৩ বছরে আইআইটিতে অধ্যাপনার চাকরি পেয়েও সেদিনের বিস্ময় বালক আজ কর্মহীন
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement