হোলি খেলতে গিয়ে চোখে ঢুকল রং ! কী করবেন, জানাচ্ছেন চিকিৎসক...

Last Updated:
#কলকাতা: হোলিতে রং খেলা মাস্ট ! রং ছাড়া তো দোল বা হোলি সম্পূর্ণ হয় না ৷ কিন্তু এই রং থেকেই হতে পারে মারাত্মক সমস্যা ৷ এমনকি শারীরিক ক্ষতিও হতে পারে ৷ বিশেষ করে চোখে রং ঢুকলে তার ফল হতে পারে ভয়ঙ্কর ৷ রং খেলুন কিন্তু চোখ বাঁচিয়ে ৷ উপায় বলে দিচ্ছেন ফর্টিস হাসপাতালের চোক্ষুরোগ বিশেষজ্ঞ ডঃ রঞ্জন চৌধুরী ৷ তাঁর মতে-
- রং খেলুন, তবে সে রং যেন ভাল হয় ৷ অর্থাৎ বাজারি যে সব সস্তা রং পাওয়া যায়, সেগুলি একেবারেই ব্যবহার করবেন না ৷ ভেষজ রং বা হার্বাল কালারই ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন চিকিৎসক ৷                                                  - অযথা রং ছুড়বেন না বা জলা ভরা বেলুনও ছুড়বেন না ৷ কারণ এমন পদ্ধতিতে রং খেললে খারাপভাবে চোখে ঢুকে যেতে পারে ৷ এর থেকে চোখের নানা সমস্যা দেখা যেতে পারে ৷ হঠাৎ চোখে রং পড়লে কিছু বুঝে ওঠার আগেই বড় ক্ষতি হয়ে যেতে পারে ৷ খারাপ রং চোখে গেলে মণির ক্ষতি হতে পারে ৷  তাই সাবধান ৷                                                                                        - চোখে রং ঢুকলে, জলের ঝাপটা দিন ৷ তাই যেখানে রং খেলার ব্যবস্থা করবেন, সেখানে যেন জলের কল থাকে ৷                                                                       - চোখে রং ঢুকলে কোনভাবে চোখ ঘষবেন না ৷ এতে রঙের কণার সঙ্গে কর্নিয়ায় ঘষা লাগতে পারে যার পরিণতি খুবই খারাপ ৷                                              - রং খেলে চোখের বাড়াবাড়ি সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ কোনওভাবে ওষুধদের দোকানে গিয়ে ওষুধ কিনবেন না ৷ এতে সমস্যার সমধান থেকে বিপদ আরও বাড়তে পারে ৷                                                  - কন্ট্যাক্ট লেন্স পরে একেবারেই রং খেলবেন না ৷
advertisement
মেনে চলুন ডাক্তারের পরামর্শ, আর আনন্দ খেলুন রং ৷
advertisement
শুনুন কী বলছেন চিকিৎসক-
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হোলি খেলতে গিয়ে চোখে ঢুকল রং ! কী করবেন, জানাচ্ছেন চিকিৎসক...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement