Chicken Pox: নিজের সন্তানকে চিকেন পক্সে সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন উপায়...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Chicken Pox: চিকেনপক্সের টিকা নেওয়া আছে এমন একটি শিশু যদি এর সংস্পর্শে আসে, তবে তার সংক্রমণ কম হয়। তার খুবই কম তীব্র ফুসকুড়ি সামান্য় জ্বর, হালকা অসুস্থতা থাকতে পারে।
বসন্ত কিন্তু শুধু আরামের মাস নয়। ঠিক শীত কমে যাওয়ার মুখের এই সময়টায় বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বসন্ত বা চিকেনপক্স (Chicken Pox) একটি সংক্রামক রোগ যার জন্য দায়ী ভ্যারিসেলা-জোস্টার ভাইরাস। চিকেনপক্স বেশিরভাগ মানুষকেই জীবনের কোনো না কোনো সময়ে আক্রমণ করেই। তবে এটি সাধারণত ১০ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায়।জীবদ্দশায় চিকেনপক্সের (Chicken Pox) একাধিকবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।
চিকেনপক্সের লক্ষণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কারও ক্ষেত্রে মারাত্মক আকার নেয়। কারও ক্ষেত্রে আবার অল্পেই সেরে যায়।
advertisement
লক্ষণগুলি সাধারণত শিশুদের মধ্যে প্রকট হয়। তবে নবজাতক এবং প্রাপ্তবয়স্কদের মধ্য়েও দেখা যেতে পারে। নীচে চিকেনপক্সের সর্বাধিক প্রচলিত লক্ষণগুলি রইল:
advertisement
উপসর্গ দেখা দেওয়ার ১-২ দিন আগে মেজাজের পরিবর্তন হয়। পাশাপাশি ক্লান্তি, চুলকানি দেখা যেতে পারে। লাল ফুসকুড়িতে গা ভরে যায়। ঠোঁটের ভিতরে, মুখ, মাথা, কাঁধ, হাতের উপরের অংশ এবং পায়ে ছোট, তরল ফোস্কা তৈরি হয়। জ্বর শুরু হয়। খিদে হ্রাস পায়। অনেক সময় পেশি বা জয়েন্টে ব্য়থা করে। অস্বস্তি, কাশি বা বন্ধ নাক চিকেনপক্সের অন্য়তম লক্ষণ।
advertisement
চিকেনপক্সের টিকা নেওয়া আছে এমন একটি শিশু যদি এর সংস্পর্শে আসে, তবে তার সংক্রমণ কম হয়। তার খুবই কম তীব্র ফুসকুড়ি সামান্য় জ্বর, হালকা অসুস্থতা থাকতে পারে।
বেশিরভাগ শিশুদের মধ্যে, চিকেনপক্সের (Chicken Pox) লক্ষণগুলি সাধারণত এক সপ্তাহ পরে নিজেরাই চলে যায়। সন্তানকে দ্রুত সারাতে এই ঘরোয়া কিছু প্রতিকার ব্যবহার করে দেখতে পারেন। বাচ্চাকে কাঁচা ওটস দিয়ে উষ্ণ গরম জলে স্নান করান। আক্রান্ত স্থানে ক্যালামাইন লোশন ব্যবহার করুন। শিশুকে ঢিলেঢালা, বিরক্তিকর নয় এমন পোশাক পরতে হবে। কোনও শিশু কেবল একটি ডায়াপারে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। নবজাতকরা যেন তাদের ফোস্কাকে কোনওভাবে না আঁচড়ায়।
advertisement
ফোসকা স্পর্শ করলে সংক্রমণ বাড়তে পারে। সংক্রমণ এড়াতে শিশুর নখ ঝরঝরে এবং ছোট রাখুন। বাচ্চার লক্ষণ গুরুতর হলে বা চিকেনপক্সের স্বাস্থ্য সমস্যার জন্য ঝুঁকি বেশি হলে, একজন ডাক্তার একটি অ্যান্টিভাইরাল ওষুধ দিতে পারেন। তবে প্রতি ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2022 12:00 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chicken Pox: নিজের সন্তানকে চিকেন পক্সে সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন উপায়...

