এবার থেকে দিনে ছ’ঘণ্টা কাজ !
Last Updated:
চাকুরিজীবীদের জন্য সুখবর ! অফিসে আট-নয় ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের দিন এখন অতীত ৷ এবার থেকে মাত্র ছ’ঘণ্টা কাজ করলেই হবে ৷ সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছেন সুইডেনের সরকার ৷ কর্মীদের সুবিধা এবং আনন্দ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইডেনের গোথেনবার্গে কয়েকটি অফিসে ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে এই নিয়মটি চালু করা হয়েছে ৷
#সুইডেন: চাকুরিজীবীদের জন্য সুখবর ! অফিসে আট-নয় ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের দিন এখন অতীত ৷ এবার থেকে মাত্র ছ’ঘণ্টা কাজ করলেই হবে ৷ সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছেন সুইডেনের সরকার ৷ কর্মীদের সুবিধা এবং আনন্দ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইডেনের গোথেনবার্গে কয়েকটি অফিসে ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে এই নিয়মটি চালু করা হয়েছে ৷
বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিদিন দীর্ঘক্ষন অফিসে থাকার কোনও মানে হয় না ৷ বেশি ঘণ্টা কাজ করায় কর্মীরা বেশি ক্লান্ত হয়ে পড়ে ৷ ফলে মাঝেমাঝেই ছুটি নিতে দেখা যায় তাঁদের ৷ পাশাপাশি অনেকক্ষণ ধরে কাজ করতে করতে একঘেয়েমি লাগে ৷ যার জেরে অন্যমনস্ক হয়ে পড়েন কর্মীরা ৷ বেড়ে যায় ভুল করার প্রবনতা ৷ কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন সুইডেন সরকার ৷ যে কোনও মানুষের অফিসের সঙ্গে পরিবারকে সময় দেওয়াও খুব জরুরি ৷ সেটা না করতে পারলেই অতিরিক্ত চাপের সৃষ্টি হয় কর্মীদের মাথায় ৷ এই সমস্ত দিক দেখেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অফিসের পাশাপাশি হাসপাতাল এবং ডাক্তারদের ক্ষেত্রেও এই নিয়ম লাগু হতে চলেছে খুব শিগগিরি ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকারি হোক কিংবা বেসরকারি ২০১৬ সালের শুরু থেকেই এই নিয়ম কার্যকর করা হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2015 6:05 PM IST