এবার থেকে দিনে ছ’ঘণ্টা কাজ !

Last Updated:

চাকুরিজীবীদের জন্য সুখবর ! অফিসে আট-নয় ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের দিন এখন অতীত ৷ এবার থেকে মাত্র ছ’ঘণ্টা কাজ করলেই হবে ৷ সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছেন সুইডেনের সরকার ৷ কর্মীদের সুবিধা এবং আনন্দ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইডেনের গোথেনবার্গে কয়েকটি অফিসে ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে এই নিয়মটি চালু করা হয়েছে ৷

#সুইডেন: চাকুরিজীবীদের জন্য সুখবর ! অফিসে আট-নয় ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের দিন এখন অতীত ৷ এবার থেকে মাত্র ছ’ঘণ্টা কাজ করলেই হবে ৷ সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছেন সুইডেনের সরকার ৷ কর্মীদের সুবিধা এবং আনন্দ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইডেনের গোথেনবার্গে কয়েকটি অফিসে ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে এই নিয়মটি চালু করা হয়েছে ৷
বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিদিন দীর্ঘক্ষন অফিসে থাকার কোনও মানে হয় না ৷ বেশি ঘণ্টা কাজ করায় কর্মীরা বেশি ক্লান্ত হয়ে পড়ে ৷ ফলে মাঝেমাঝেই ছুটি নিতে দেখা যায় তাঁদের ৷ পাশাপাশি অনেকক্ষণ ধরে কাজ করতে করতে একঘেয়েমি লাগে ৷ যার জেরে অন্যমনস্ক হয়ে পড়েন কর্মীরা ৷ বেড়ে যায় ভুল করার প্রবনতা ৷ কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন সুইডেন সরকার ৷ যে কোনও মানুষের অফিসের সঙ্গে পরিবারকে সময় দেওয়াও খুব জরুরি ৷ সেটা না করতে পারলেই অতিরিক্ত চাপের সৃষ্টি হয় কর্মীদের মাথায় ৷ এই সমস্ত দিক দেখেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অফিসের পাশাপাশি হাসপাতাল এবং ডাক্তারদের ক্ষেত্রেও এই নিয়ম লাগু হতে চলেছে খুব শিগগিরি ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকারি হোক কিংবা বেসরকারি ২০১৬ সালের শুরু থেকেই এই নিয়ম কার্যকর করা হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এবার থেকে দিনে ছ’ঘণ্টা কাজ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement