Summer Travel: পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই হবে! পৌঁছে যাবেন এই পাহাড়ে! গরমে দারুণ সুযোগ

Last Updated:

Summer Travel: দার্জিলিং শহর থেকে গাড়িতে তেনজিং রক যেতে সময় লাগে আধ ঘণ্টার মতো।পাহাড় চূড়ায় দাঁড়িয়ে পাহাড় ও দার্জিলিং দেখার আলাদা মজা রয়েছে।

+
তেনজিং

তেনজিং রক 

দার্জিলিং : যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করেন তাদের জন্য দারুণ সুযোগ দার্জিলিংয়ে । পাহাড়ি রক ক্লাইম্বিং এর সুযোগ করে দিচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই জায়গাটি তেনজিং রক বলেই সকলের কাছে পরিচিত।লেবং রোডে নর্থ পয়েন্ট স্কুল পার করলেই তেনজিং রক। সেখানে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকেরা। মাত্র ১০০ টাকায় এই রক ক্লাইম্বিং এর সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। তাই আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে আপনার জন্য দারুণ সুযোগ এটি।
পাহাড়ে ট্রেকিংয়ের আগে এ বড় পাথরখণ্ডে চড়ে অভিযাত্রীরা এখানেই অনুশীলন করেন। তবে এখন পর্যটকরাও এখানে উঠতে পারেন। প্রথম এভারেস্টজয়ী তেনজিং নোরগের নামে এ পাথরখণ্ডটির (রকের)নামকরণ করা হয়েছে। এর একটি ইতিহাস আছে। সকলেরই জানা যে তেনজিং এভারেস্ট জয় করেছিলেন ১৯৫৩ সালে। ‍আর এই তেনজিং রক প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে। এটি একটি প্রাকৃতিক পাথরখণ্ড। জানা যায়, তেনজিং নোরগে এভারেস্ট জয়ের আগে এতে অনুশীলনও করেছিলেন। পরের বছর পর্বতারোহণে সবাইকে উদ্বুদ্ধ করতে তিনি এটি প্রতিষ্ঠা করেন।
advertisement
advertisement
কোনও নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এই পাথরখণ্ডে ওঠেন তেনজিং। দার্জিলিংয়ে প্রতিষ্ঠিত হিমালয়ান মাউন্টেইনিং ইনস্টিটিউটের প্রথম ডিরেক্টরও হন নোরগে। এই রকটি এখনও পর্বতারোহী ও ভারতীয় সেনাদের মহড়ার জন্য আদর্শ।
advertisement
বাংলাদেশ থেকে আগত এক পর্যটক মহম্মদ ইব্রাহিম বলেন,  ” আমি এই প্রথম দার্জিলিঙে ঘুরতে এলাম। এখানে এসে খুব সুন্দর ভাবে উপভোগ করছি শহরটাকে। আজ তেনজিং রকে উঠে দারুণ অনুভূতি হল।\” কলকাতা থেকে আগত শুভশ্রী দাদ বলেন, ‘ আমি এর আগে কোনদিনও মাউন্টেন ক্লাইম্বিং করিনি। আজ প্রথম এক্সপেরিয়েন্স করলাম প্রথমে একটু অসুবিধা হচ্ছিল তবে অন্যরকম মজা হল।
advertisement
দার্জিলিং শহর থেকে গাড়িতে তেনজিং রক যেতে সময় লাগে আধ ঘণ্টার মতো। কোমরে দড়ি বেঁধে দিলে আরেকটি দড়ি ধরে পাথরের শরীর বেয়ে উঠতে হয়। উপরে কোমরের দড়িটি ধরে রাখেন আরেকজন। পাহাড়ি চূড়ায় দাঁড়িয়ে পাহাড় ও দার্জিলিং দেখার আলাদা মজা রয়েছে। শারীরিক ভারসাম্যের অনুভূতির জন্য জায়গাটা চমৎকার।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Travel: পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই হবে! পৌঁছে যাবেন এই পাহাড়ে! গরমে দারুণ সুযোগ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement