Healthy Foods in Heatwave: চলছে লু, তীব্র গরম! অফিসে টিফিন কিনে খান? বাইরে গিয়ে এই ধরনের খাবারে একদম হাত দেবেন না, নাহলেই ঝুঁকি! কী বলছেন ডাক্তার
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Healthy Foods in Heatwave: গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন জায়গায় লেবুর শরবত, বিভিন্ন ফলের শরবত বিক্রি করতে দেখা যায়। সেগুলো একেবারে বর্জন করে চলতে হবে।
উত্তর দিনাজপুর: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। এই সময় শরীর থেকে অতিরিক্ত জল ঘাম হয়ে বের হয়। এদের শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে অস্বস্তি, ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয়। তাই শরীর হাইড্রেটেড রাখতে এই সময় কোনও ধরনের খাবার খাবেন জেনে নিন।
ডাক্তার চিন্ময় দেবগুপ্ত জানান, অত্যধিক তাপ দেহের জন্য ক্ষতিকর। এটি একাগ্রতার অভাব ঘটায়, অবসাদগ্রস্ত করে তোলে, ঘুমের ব্যাঘাত ঘটায় ও নানা শারীরিক জটিলতা তৈরি করে। আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলে এই অসহনীয় গরম আবহাওয়ায়ও অনেকটা সতেজ থাকা সম্ভব। এ সময়ে খাবারদাবার বুঝে শুনে খাওয়া উচিত।
advertisement
advertisement
গ্রীষ্মের সময় শারীরিকভাবে সুস্থ থাকতে হলে অতিরিক্ত মসলাযুক্ত খাবার, লাল মাংস, তেলেভাজা খাবার, বাইরের ফাস্ট ফুড বা অন্যান্য অস্বাস্থ্যকর খাবারের পরিবর্তে শাক-সবজি, ফলমূল খাদ্যতালিকায় প্রাধান্য দিতে হবে। এছাড়া খুব বেশি পরিমাণে জল খেতে হবে। শসা-পুদিনা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, এছাড়া টক দইও এ গরমে শরীরের জন্য ভীষণ উপকারী।
এছাড়া এই সময় আপনি খাবারে প্রতিদিন ছাতুর ঘোল ও বিট রুটের শরবত রাখতে পারেন। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর লবণ ও জল বের হয়ে যায়। সে জন্য গ্রীষ্মের এই গরমে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার জল পান করতে হবে। পাশাপাশি পান করতে পারেন ওআরএস, লেবু জল বা কচি ডাবের জল।
advertisement
গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন জায়গায় লেবুর শরবত, বিভিন্ন ফলের শরবত বিক্রি করতে দেখা যায়। সেগুলো একেবারে বর্জন করে চলতে হবে। কারণ সেগুলো নানা শারীরিক জটিলতা তৈরি করতে পারে।
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2024 6:30 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Foods in Heatwave: চলছে লু, তীব্র গরম! অফিসে টিফিন কিনে খান? বাইরে গিয়ে এই ধরনের খাবারে একদম হাত দেবেন না, নাহলেই ঝুঁকি! কী বলছেন ডাক্তার