New Picnic Spot Near Kolkata: কলকাতার কাছাকাছি, মনের মানুষের সঙ্গে শান্ত মনোরম পরিবেশে সময় কাটানোর দারুণ জায়গা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
যদি দিনের মধ্যেই কোলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত হাড়োয়ার খাসবালান্দার ঝাঁঝা এলাকায় গড়ে ওঠা এই মনমুগ্ধকর উদ্যান।
উত্তর ২৪ পারগনা : কলকাতার কাছে শান্ত মনোরম পরিবেশে সময় কাটান। জলরাশির মাঝে সবুজে ঘেরা এক তো মনোরম পরিবেশে একদিনের ভ্রমণ কিংবা পিকনিক করতে কে না চায়। কলকাতা শহরের খুব কাছেই ভ্রমণের এবার নতুন সন্ধান বসিরহাটের হাড়োয়ার খাসবালান্দায়। শহরের ব্যস্ত, কোলাহলময় জীবন থেকে একটু একটু প্রশান্তি, নির্মল খোলা হাওয়া পেতে চলে বেড়িয়ে আসতে পারেন জলছবি রিসোর্টে।
উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার খাসবালান্দায় জলরাশির মাঝে গড়ে উঠল সবুজ অবায়বের বুক চিরে এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান জলছবি রিসোর্ট। গ্রাম্য এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান। কেউবা বন্ধুবান্ধব, পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে আসেন। চাইলে কয়েকদিনও কাটাতে পারেন। উদ্যানেই মিলবে অত্যাধুনিক মানের কটেজ যেখান থেকে জলরাশির ভিউ পাবেন।
advertisement
”আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এই উদ্যানের একপাশে যেমন বড় একটি জলাশয় আছে পাশাপাশি অন্যদিকে একাধিক প্রকারের রংবাহারি ফুল ফলের গাছ দেখতে পাবেন। পাশাপাশি আছে বোটিং এর ব্যবস্থাও। শহরে মানুষের পছন্দের তালিকায় অনেকসময় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। যদি দিনের মধ্যেই কোলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত হাড়োয়ার খাসবালান্দার ঝাঁঝা এলাকায় গড়ে ওঠা এই মনমুগ্ধকর উদ্যান।
advertisement
ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে হাড়োয়া রোড স্টেশনে নেমে ২০-২৫ মিনিটের মধ্যে পোঁছে যাবেন এই রিসোর্টে। পরিবারসহ সবান্ধবে এখানে ঘুরে আসতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই টাকি ঘোরার পাশাপাশি ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই উদ্যানটি সৌন্দর্য অন্য মাত্রা আনবে।
advertisement
জুলফিকার মোল্যা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2025 8:17 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
New Picnic Spot Near Kolkata: কলকাতার কাছাকাছি, মনের মানুষের সঙ্গে শান্ত মনোরম পরিবেশে সময় কাটানোর দারুণ জায়গা