Dhakai Paneer: সোজা ঢাকা থেকে আমদানি! মাছ-মাংস নয় পনিরেই ম্যাজিক ডিশ! হোলির দিন খান জমিয়ে

Last Updated:

Paneer Special Recipe: ওপার বাংলার ঢাকা থেকে এসেছে এই বিশেষ সুস্বাদু রেসিপি। ঢাকা থেকে আসার কারণেই এই পনিরের রেসিপির নাম ঢাকাই পনির। কোচবিহারের এক খাঁটি বাঙালি রেস্তোরাঁয় সম্পূর্ন বাঙালিয়ানা মেনে তৈরি করা হচ্ছে এই রেসিপি।

+
ঢাকাই

ঢাকাই পনির

কোচবিহার: বাঙালির প্রতিটি পার্বণে কোন না কোন খাবার জনপ্রিয় হয়ে ওঠে। এবার চলতি বছরে বসন্ত উৎসবের আগে বেশ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে এই রেসিপি। বিশেষ সুস্বাদু এই জনপ্রিয় রেসিপি কিন্তু এপার বাংলার নয়। ওপার বাংলার ঢাকা থেকে এসেছে এই বিশেষ সুস্বাদু রেসিপি। ঢাকা থেকে আসার কারণেই এই পনিরের রেসিপির নাম ঢাকাই পনির।
কোচবিহারের এক খাঁটি বাঙালি রেস্তোরাঁয় সম্পূর্ন বাঙালিয়ানা মেনে তৈরি করা হচ্ছে এই রেসিপি। তবে এই সুস্বাদু খবর কিন্তু ছোট থেকে বড় সকলেই খেতে পারবে। এতে কিন্তু কোন ঝাল দেওয়া হয় না। তাই ছোটদের খেতে কোন সমস্যা থাকবে না
আরও পড়ুনMilk: দুধ খান যখন-তখন, এই নিয়ম মেনে খেলে গ্যাস অম্বলের চান্সই নেই!
রেস্তোরাঁর কর্ণধার সুব্রত দত্ত জানান, “সাধারণ ভাবে বাসন্তী পোলাও, লাচ্ছা পরোটা, মেথি পরোটা, বাটার নান এই সকল খাবার দিয়ে খাওয়া যায় এটি। তবে বসন্তের বাসন্তী পোলাওয়ের সঙ্গে এই সুস্বাদু খাবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা আসছেন রেস্তোরাঁয় খাবার খেতে। সকলেই এই রেসিপি টেস্ট করছেন, এবং প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। তবে সুস্বাদু এই রেসিপি তৈরি হয় একেবারেই সাধারণ পদ্ধতিতে। পুরাতন ঢাকার গলিতে যেধরণের সুস্বাদু পনির বিক্রি হতে দেখা যায়। ঠিক একই রকম স্বাদের এই পনিরের রেসিপি। মূলত ভাল মানের পনির, কাজু বাটা, চারমোগজ বাটা, কাসুরি মেথি, ফ্রেস ক্রিম আরও বেশ কিছু বিশেষ মশলা দিয়ে তৈরি হচ্ছে এই রেসিপি।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “সব মিলিয়ে বসন্তের রঙের উৎসবের আগে থেকেই জনপ্রিয়তা বাড়ছে এই রেসিপির। তবে দোলের সপ্তাহে এই চাহিদা বেশি রয়েছে। যারা নিজেদের পরিবার কিংবা আপনজনকে নিয়ে ঘুরতে বেরোচ্ছেন। তাঁরা সকলেই এই রেসিপি পছন্দের তালিকায় রাখছেন। মাত্র ১৫০ টাকা প্রতি প্লেট দামে মোট ৮পিস পনির দেওয়া হচ্ছে। তবে পনিরের পিস কিছু একেবারেই ছোট নয়। পর্যাপ্ত পরিমাণে সাইজের পিস দেওয়া হচ্ছে এতে।” জেলা কোচবিহারে বর্তমান সময়ে বেশ অনেকটাই চাহিদায় রয়েছে এই রেসিপি। ওপার বাংলার এই অসাধারণ সুস্বাদু রেসিপি বেশ জনপ্রিয় কোচবিহারের খাদ্য রসিকদের মধ্যে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dhakai Paneer: সোজা ঢাকা থেকে আমদানি! মাছ-মাংস নয় পনিরেই ম্যাজিক ডিশ! হোলির দিন খান জমিয়ে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement