World's Smallest Sheikh: উচ্চতা মাত্র ৩ ফুট! সুন্দরী মডেল, মহার্ঘ্য গাড়ি...বিশ্বের ক্ষুদ্রতম শেখের জীবন ছিল বিলাসিতার ভরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
World's Smallest Sheikh: সোশ্যাল মিডিয়ায় আজিজ আল আহমেদ বা ইয়াজান আলসমার ছিলেন ‘বিশ্বের ক্ষুদ্রতম শেখ’। স্বল্পায়ু জীবনে চুটিয়ে বিলাসিতা করেছেন
তিনি ছিলেন খর্বকায়। উচ্চতা ছিল মাত্র ৩ ফুট। কিন্তু তার জন্য বাধা হয়নি জীবনে সুখ্যাতি পেতে। সোশ্যাল মিডিয়ায় আজিজ আল আহমেদ বা ইয়াজান আলসমার ছিলেন ‘বিশ্বের ক্ষুদ্রতম শেখ’। স্বল্পায়ু জীবনে চুটিয়ে বিলাসিতা করেছেন। সেই বিলাসী জীবনের টুকরো তিনি শেয়ার করতেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ছবি ও ভিডিও নিমেষে ভাইরাল হত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্যপ্রাচ্য তো বটেই। সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিল তাঁর ভক্ত।
আজিজের জন্ম ১৯৯৫ সালে, রিয়াধে। জিনগত ও হরমোনের জটিল অসুখের জন্য তিনি আজন্ম খর্বকায়। ৩ ফুটের শরীরে একটা সময়ের পর থমকে গিয়েছিল স্বাভাবিক বৃদ্ধি। ধীরে ধীরে গ্রাস করছিল বার্ধক্য ও জরা। কিন্তু জীবনের এই তথাকথিত ‘অভিশাপ’-কেই তিনি বদলে নিয়েছিলেন আশীর্বাদে। নিজের চেহারা ও রূপ প্রদর্শন করেই যোগাড় করেছিলেন বিপুল ভক্ত ও অনুরাগী। টিকটক-এ তাঁর ভক্ত ছিল ৯৪ লক্ষ। এছাড়া ইউটিউব চ্যানেলে ছিল ৯ লক্ষ ফলোয়ার।
advertisement
Yazan Al Asmar has passed away 💔.
YouTube 🖇️:https://t.co/nO2WLgat9l
–#yazanalasmar #Death #Trending #news #UPDATE #azizalahmed #famous #TikTokviral #instagram #YouTubers #influence pic.twitter.com/JytN5hDLx0— Shahid 3 (@shahid37111) January 21, 2023
advertisement
সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন সুন্দরী মডেল, বান্ধবী, অত্যাধুনিক মডেলের গাড়িতে ছবি পোস্ট করতেন আজিজ। জানা যায়, সাধারণ পরিবারে জন্ম হলেও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার দৌলতে উপার্জন করেছিলেন অগণিত ভক্ত এবং সেইসঙ্গে অর্থও। কার্যত ইন্টারনেটই তাঁকে ‘খর্বকায়তম শেখ’ পরিচয় দিয়েছিল।
advertisement
আরও পড়ুন : বিয়ে না দিলে লেখাপড়াই করবে না! আব্দার মেটাতে ১২ বছরের মেয়ের সঙ্গে ১৩ বছরের কিশোরের বিয়ের এনগেজমেন্ট বাড়ির লোকের
গত বছর প্রয়াত হন ২৭ বছর বয়সি শেখ আজিজ আল আহমেদ। তাঁর ছবি ও ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁর পরিজনরা। জনপ্রিয়তা অটুট এখনও।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 10:32 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World's Smallest Sheikh: উচ্চতা মাত্র ৩ ফুট! সুন্দরী মডেল, মহার্ঘ্য গাড়ি...বিশ্বের ক্ষুদ্রতম শেখের জীবন ছিল বিলাসিতার ভরা