Viral Child Marriage: বিয়ে না দিলে লেখাপড়াই করবে না! আব্দার মেটাতে ১২ বছরের মেয়ের সঙ্গে ১৩ বছরের কিশোরের বিয়ের এনগেজমেন্ট বাড়ির লোকের

Last Updated:

Viral Child Marriage: পাকিস্তানে বিয়ের বয়স নিয়ে আইনি কড়াকড়ি থাকা সত্ত্বেও এই ঘটনা নীতিবিবরুদ্ধ বাল্যবিবাহ হিসেবে চরম নিন্দিত নেটিজেন মহলে

এই ঘটনা নীতিবিবরুদ্ধ বাল্যবিবাহ হিসেবে চরম নিন্দিত নেটিজেন মহলে
এই ঘটনা নীতিবিবরুদ্ধ বাল্যবিবাহ হিসেবে চরম নিন্দিত নেটিজেন মহলে
হবু কিশোর কিশোরী পাত্র পাত্রীর ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে পাকিস্তানি হবু পাত্রের বয়স ১৩ বছর৷ যাকে বিয়ে করতে চলেছে সে, তার বয়স ১ বছর কম৷ পাকিস্তানে বিয়ের বয়স নিয়ে আইনি কড়াকড়ি থাকা সত্ত্বেও এই ঘটনা নীতিবিবরুদ্ধ বাল্যবিবাহ হিসেবে চরম নিন্দিত নেটিজেন মহলে৷
প্রসঙ্গত পাকিস্তানে ছেলেদের বিয়ের আইনি ন্যূনতম বয়স ১৮ বছর৷ মেয়েদের ক্ষেত্রে এই বয়স ১৬ বছর৷ যদিও আন্তর্জাতিক ভাবে ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রেই ন্যূনতম আইনি বিয়ে ১৮ বছর৷ ২০১৩ সালে পাকিস্তানের সিন্ধ প্রদেশে নারী পুরুষ দু’জনের জন্যই বিয়ের ন্যূনতম আইনি বয়স ১৮ বছর করার দাবি তোলা হয়েছিল৷ কিন্তু সেই দাবি শেষ পর্যন্ত আইনে রূপান্তরিত হয়নি৷
advertisement
advertisement
advertisement
পাকিস্তান থেকে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ঘিরে আরও যে চমকপ্রদ বিষয়টি শোনা যাচ্ছে, তা হল, ওই কিশোর নাকি বাড়িতে বায়না করেছিল তার বিয়ে না দিলে আর লেখাপড়াই করবে না! তার ‘চরম হুমকি’ পাওয়ার পরই টনক নড়ে তার বাড়ির লোকের৷ ব্যবস্থা করা হয় এনগেজমেন্ট বা ‘পাকা কথা’-র৷
আরও পড়ুন : নামানোর আগে গরম রান্নায় ছড়িয়ে দিন এই শুকনো পাতার গুঁড়ো…বশে থাকবে ব্লাড সুগার, হার্টের অসুখ থেকে কোষ্ঠকাঠিন্য
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ‘বাত পাক্কি’ অনুষ্ঠানে হবু বিয়ের দিনক্ষণে সিলমোহর পড়েছে৷ সংবাদমাধ্যমে কথা বলেছেন কিশোর কিশোরী দু’জনের মা-ই৷ কিশোরীর মা মেনে নিয়েছেন এই সম্পর্ক৷ বলেছেন তাঁর নিজের বিয়ে হয়েছিল ১৬ বছরে৷ সেটা নিয়ে কোনও অসুবিধে হয়নি৷ পাশাপাশি ছেলের মা জানিয়েছেন তাঁর বিয়ে হয়েছিল ২৫ বছরে৷ তিনি ছেলের এত কম বয়সে বিয়ে দেওয়া সম্পূর্ণ সমর্থন করেন৷
advertisement
advertisement
তবে এই ঘটনার চরম নিন্দা করেছেন নেটিজেনরা৷ তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘এটা খুব বাড়াবাড়ি হয়েছে৷’ আর একজনের মন্তব্য, ওই কিশোরের বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক৷ তাই একমাত্র ছেলের এনগেজমেন্ট করে রাখা হল৷ কোনও নেটিজেন আবার মজা করেছেন এই বলে যে যদি ও কোনও কনটেন্ট ক্রিয়েটর হত, তাহলে বুঝত সবই পূর্বপরিকল্পিত৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Child Marriage: বিয়ে না দিলে লেখাপড়াই করবে না! আব্দার মেটাতে ১২ বছরের মেয়ের সঙ্গে ১৩ বছরের কিশোরের বিয়ের এনগেজমেন্ট বাড়ির লোকের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement