রাতে কি ভাল করে ঘুম হচ্ছে না ? আসুন জানা যাক এটা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে কিনা

Last Updated:

ভাল ঘুম না হলে তা আপনার অনেক ধরণের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি, তা মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলতে পারে।

আমাদের সকলের ক্ষেত্রে সঠিক  ঘুম হওয়াটা খুবই জরুরি। আমরা সবাই নিজের নিজের জীবনে এতো বেশি ব্যস্ত হয়ে পড়ি যে এসব দিকে খুব বেশি দৃষ্টি দি না। কারো কারো অনেক রাত পর্যন্ত অফিসের কাজ, অসময়ে মিটিং, বাড়ির কাজ চলতে থাকে। এর কারণে তাদের ঘুমের কোনো রুটিন থাকে না। কিন্তু আপনারা কি জানেন ভাল ঘুম না হলে  আপনার অনেক ধরণের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি, তা মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত ঘুমের অভাব আপনার মানসিক সমস্যাকে ২.৫ গুণ বাড়িয়ে দেয়।
আপনি কি আজকাল কোনও ছোটখাটো ব্যাপারে রেগে যান ? জানেন কি এর কারণ কিন্তু অনিদ্রা। রাতে ভাল ঘুম না হলে তা আপনার মেজাজকে খিটখিটে বানাতে পারে। তাই শত কাজের মধ্যেও সঠিক ঘুমের জন্য একটা রুটিন মেনে চলুন। কীভাবে ঘুম আপনার স্বাস্থ্য এবং সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে ,কিং কোয়েল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অর্চিত গুপ্ত তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন।
advertisement
স্ট্রেস এবং অনিদ্রা : আপনি কি প্রায়ই দুশ্চিন্তায় ভোগেন ? তবে জেনে রাখা ভালো যে স্ট্রেস আর অনিদ্রার একটা গভীর সম্পর্ক আছে। মাথায় হাজারো চিন্তা নিয়ে ঘুমাতে গেলে কখনোই আপনার ভালো ঘুম আসতে পারেনা এবং খুব সহজেই তা আপনার শরীর ও মনে ক্লান্তির অনুভূতি নিয়ে আসে।
advertisement
ভাল গদিতে ঘুমান : সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সবার মনে হয় বিছানায় শুয়ে একটা লম্বা ঘুম দিই। কারণ রাত হতেই ক্লান্ত শরীর এবং মন কোনোটাই সঙ্গে দেয় না। তাই চেষ্টা করুন এমন গদিতে ঘুমোতে যা আপনার শরীরকে সুস্থ এবং পরিপূর্ণ ঘুম দিতে সাহায্য করে।
advertisement
কখনও এমন হয় কি যে আপনি শুয়ে আছেন ঠিকই কিন্তু ঘুমাতে পারছেন না। এই সমস্ত ক্ষেত্রে আপনার উচিত একজন উপযুক্ত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রাতে কি ভাল করে ঘুম হচ্ছে না ? আসুন জানা যাক এটা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে কিনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement