Heart Diseases : ৮ ঘণ্টার বেশি সময় ধরে বসে অফিসের কাজ ডেকে আনে প্রাণঘাতী ঝুঁকি, রইল বাঁচার উপায়

Last Updated:

Heart Diseases : ৮ ঘণ্টার বেশি সময় বসে কাজ করতে হয় তাহলে কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে, এমনই বলছে একাধিক গবেষণা।

স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে
স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে
সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে যা হোক করে দু'টো চোখে-মুখে গুঁজেই ছুটতে হয় অফিস। সেখানে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে বসে কাজ। তারপর হা ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলিয়ে যায় শরীর। এভাবে দিনের পর দিন যদি ৮ ঘণ্টার বেশি সময় বসে কাজ করতে হয় তাহলে কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে, এমনই বলছে একাধিক গবেষণা। শুধু তাই নয়, স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে।
চাইনিজ অ্যাকাডেমি অফ মেডিক্যাল সায়েন্সেস এবং পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে, যে কর্মচারীরা দিনে আট ঘন্টা তাঁদের ডেস্কে বসে থাকেন, তাঁদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা ২০ শতাংশ বেশি। ১১ বছর ধরে গবেষকরা ২১টি দেশের ১০৫,৬৭৭ জনের রেকর্ড পরীক্ষা করেছেন। গবেষণা শেষে ৬,২০০ জনেরও বেশি লোক মারা গিয়েছেন। ২,৩০০ হার্ট অ্যাটাক, ৩,০০০ স্ট্রোক এবং ৭০০ হার্ট ফেলিওরের ঘটনা ঘটেছে।
advertisement
নিঃশব্দ ঘাতক : ভারতে নিঃশব্দ ঘাতকের রূপ নিয়েছে হৃদরোগ। বিশ্বের হৃদরোগে মৃত্যুর ৬০ শতাংশই এ দেশের। ভারতে ইস্কেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ এবং সেরিব্রোভাসকুলার ডিজিজ প্রায় মহামারীর রূপ নিয়েছে।
advertisement
আরও পড়ুন : আজ শুভ গুরু পূর্ণিমা, জেনে নিন নির্ঘণ্ট ও পঞ্জিকা মতে কতক্ষণ এই তিথি থাকবে?
দীর্ঘক্ষণ বসে থাকার কারণে অন্যান্য স্বাস্থ্য সমস্যা : দীর্ঘক্ষণ বসে থাকার ফলে একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। চাপ এবং উদ্বেগ বাড়ে। স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল বৃদ্ধি এবং অস্টিওআর্থারাইটিসের মতো অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। এর সবকটাই ধীরে ধীরে হৃদরোগের সমস্যাকে ডেকে আনে।
advertisement
আরও পড়ুন :  গুরুপূর্ণিমার আকাশে আজ সুপারমুন! রাত ক’টায় দেখবেন মহাচন্দ্রের উজ্জ্বলতম রূপ?
এই সমস্যা থেকে মুক্তির টিপস : একটানা বসে না থেকে অফিসের মধ্যেই অল্প হাঁটাহাঁটি, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। লিফট ব্যবহার না করাই ভালো। সুযোগ পেলে হালকা স্ট্রেচিংও করে নেওয়া যায়। এক ঘণ্টা অন্তর এগুলো করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে পায়ের নিচে একটা ছোট টুল রাখতে পারলে ভালো। এতে পা নিতম্বের সাপোর্ট পায়। হাঁটু এবং গোড়ালি ৯০ ডিগ্রি কোণে থাকবে।
advertisement
আরও পড়ুন :  বর্ষায় ফ্রিজে রাখা আদা রসুন বাটায় সবুজ রং ধরে যাচ্ছে? সমস্যা এড়াতে মিশিয়ে নিন এই উপাদান
কয়েকটি সহজ স্ট্রেচিং : চেস্ট স্ট্রেচিং – দু’হাত পিছনে নিয়ে গিয়ে সোজা করে ধরতে হবে। এতে বুক প্রসারিত হবে। এভাবে থাকতে হবে ১০ সেকেন্ড।
advertisement
শোল্ডার স্রাগ - হাত কোমরে রেখে কাঁধ দুটোকে উপরের দিকে তুলতে হবে। এভাবে ৪-৫ বার করা যায়। পাশাপাশি কাঁধ সামনে এবং পিছনের দিকে ঘোরালেও ভালো ফল মিলবে।
স্পাইনাল টুইস্ট - পিঠ সোজা রেখে মাথা ডানদিক, বাঁদিক বাঁকাতে হবে। তারপর হেলাতে হবে সামনের দিকে এবং পিছনের দিকে। এতে মেরুদণ্ডে টান পড়বে।
advertisement
টরসো স্ট্রেচ – দু'হাতের আঙুলগুলো একসঙ্গে ধরে দুহাত উপরের দিকে তুলতে হবে। হাত তোলার সময় গভীর শ্বাস নিয়ে নামানোর সময় শ্বাস ছাড়তে হবে।
নেক স্ট্রেচ – এটা বসা বা দাঁড়ানো, উভয় অবস্থানেই করা যেতে পারে। কাঁধ এবং পিঠ সোজা রেখে ঘাড় ডানদিক এবং বাম দিকে হেলাতে হবে।
advertisement
ফোরআর্ম স্ট্রেচ – ডান হাত সামনের দিকে সোজা রাখতে হবে। এবার বাম হাত ডান হাতের নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের আঙুলগুলো ধরে পিছন দিকে টানতে হবে। একই ভাবে করতে হবে অন্য হাতেও।
সিটেড হিপ স্ট্রেচ – ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রেখে সোজা হয়ে বসতে হবে। এবার ধীরে ধীরে পিঠ সোজা রেখে ঝুঁকতে হবে সামনের দিকে, যতটা সম্ভব। একইভাবে অন্য পায়েও করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Heart Diseases : ৮ ঘণ্টার বেশি সময় ধরে বসে অফিসের কাজ ডেকে আনে প্রাণঘাতী ঝুঁকি, রইল বাঁচার উপায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement