New Market: প্রয়াত কর্ণধার সোনম থোন্ডুপ শেরপা, এক সপ্তাহের জন্য বন্ধ রুপোর গয়নার প্রাচীন প্রতিষ্ঠান ‘চাম্বা লামা’

Last Updated:

দীর্ঘ কয়েক দশক ধরে কলকাতাকে রজতকৌলীন্যে সাজিয়েছে ‘চাম্বা লামা’ (Chamba Lamba)৷ প্রাচীন এই দোকানের বর্তমান কর্ণধার সোনম থোন্ডুপ শেরপা প্রয়াত হলেন মঙ্গলবার ৷ প্রতিষ্ঠানের ফেসবুক পেজে সে খবর জানানো হয়েছে ৷

কলকাতা : দীর্ঘ কয়েক দশক ধরে কলকাতাকে রজতকৌলীন্যে সাজিয়েছে ‘চাম্বা লামা’ (Chamba Lamba)৷ প্রাচীন এই দোকানের বর্তমান কর্ণধার সোনম থোন্ডুপ শেরপা প্রয়াত হলেন মঙ্গলবার ৷ প্রতিষ্ঠানের ফেসবুক পেজে সে খবর জানানো হয়েছে ৷ বলা হয়েছে, আপাতত এক সপ্তাহ বন্ধ থাকবে ‘চাম্বা লামা’ ৷ এই শোকসংবাদে মর্মাহত প্রতিষ্ঠানের পুরনো ক্রেতারা ৷
শুধু রুপোর গয়নাই নয়৷ ঘর সাজানোর বিভিন্ন জিনিসের অন্যম সেরা ঠিকানা নিউ মার্কেটের এই দোকান ৷ আধুনিকতার চকচকে রোশনাই থেকে বহু দূরে দাঁড়িয়ে থাকা নিউমার্কেটের এই দোকানেই মনের সাধ খুঁজে পেয়েছেন শৌখিনীরা ৷
‘চাম্বা লামা’-র শিকড় ছড়িয়ে আছে দার্জিলিঙে ৷ সেখান থেকে কলকাতায় এসে গয়না ও হস্তশিল্পের দোকান শুরু করেছিলেন চেতেনইয়াংজম শেরপা ৷ সেটা পাঁচের দশকের শুরু ৷ এক নেটিজেন স্মৃতিচারণ করেছেন যখন পার্কস্ট্রিটের ফুটপাতে তাঁরা গয়না বিক্রি করতেন ৷ এর পর পাঁচের দশকের শেষে হগ মার্কেট তথা নিউ মার্কেটে দোকানের পত্তন ৷ ছয়ের দশক থেকে ‘চাম্বা লামা’ নিজেই রুপোর গয়না প্রস্তুত করতে শুরু করে ৷
advertisement
advertisement
তিব্বতি, নেপালি লোকশিল্পের ঘরানায় তৈরি এই প্রতিষ্ঠানের অলঙ্কার ও অন্যান্য জিনিস স্বকীয়তায় উজ্জ্বল ৷ রুপোর পাশাপাশি উপকরণ হিসেবে ব্যবহৃত হয় তামা ও পিতলও ৷
প্রতিষ্ঠাতা চেতেনইয়াংজোমের মেয়ে শেরিং, ছেলে সোনম ও পুত্রবধূ নরকিলা ছিলেন পরবর্তী প্রজন্মে ব্যবসার মূল কান্ডারি ৷ সোনমের প্রয়াণে সমবেদনা জানিয়েছেন নেটিজেনরা৷ অনেকেই উজাড় করে দিয়েছেন পুরনো স্মৃতি ৷ তাঁরা ভাবতেই পারছেন না সোনম থোন্ডুপ আর নেই ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
New Market: প্রয়াত কর্ণধার সোনম থোন্ডুপ শেরপা, এক সপ্তাহের জন্য বন্ধ রুপোর গয়নার প্রাচীন প্রতিষ্ঠান ‘চাম্বা লামা’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement