• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • শ্রেয়া ঘোষালের সুপারহিট গানের ভিডিও তুমুল গতিতে ভাইরাল, চর্চা প্রতিটি ঘরে

শ্রেয়া ঘোষালের সুপারহিট গানের ভিডিও তুমুল গতিতে ভাইরাল, চর্চা প্রতিটি ঘরেদেবদাস ছবির দুরন্ত গান

দেবদাস ছবির দুরন্ত গান

দেবদাস ছবির দুরন্ত গান

 • Share this:

  ফের শ্রেয়া ঘোষমালের গানে কেঁপেছে সোশ্যাল মিডিয়া ৷ শ্রেয়া ঘোষালের অন্যতম সুপারহিট গানে একটি ভিডিও শ্যুট করে রীতিমত চর্চায় এক যুবতী তিনি ফেসবুকে তুলেছেন ঝড় ৷ দারুণ গানটি শাহরুখ খান, মাধুরী দীক্ষিত নেনে ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ছবির অন্যতম গান ৷ সঞ্জয় লীলা বনশালীর বহু চর্চিত ছবির মধ্যে অন্যতম দেবদাস ৷

  ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একাধিকবার দেবদাস ছবিটি নির্মিত হয়েছে ৷ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক প্রাণ ছুঁয়ে যাওয়া উপন্যাস দেবদাস ৷ শরৎচন্দ্র অবশ্য তাঁর এক জবানিতে জানিয়েছিলেন শরৎ নিওনা, নেওয়ার চেষ্টাও করনা ৷ তবুও তাঁর সৃষ্ট চরিত্রগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল দেবদাস ৷

  দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখীর জীবনের নানান চড়াই ও উতরাই নিয়েই কালের পর কাল ধরে মানুষের খুব মনের কাছে দেবদাস ৷ সিলসিলা ইয়ে চাহহাথ কা গানে ভিডিও শ্যুট করে ফেসবুকে ভাইরাল হয়েছেন যুবতী ৷ একনজরে দেখে নিন সেই ভিডিও ৷

  First published: