তৈলাক্ত ত্বক? এই শীতে কি তাহলে ময়েশ্চারাইজারটা বাদই দেবেন? কোনটা করা উচিত

Last Updated:

ত্বকের আর্দ্রতা বজায় রাখা ত্বক চর্চার অন্যতম অঙ্গ। সেখানে যাঁদের তৈলাক্ত ত্বক তাঁরা স্বাভাবিক ভাবেই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পারেন, ফলে বাড়তি একটা সুবিধা তো থাকেই। তবে অনেক সময়ই অতিরিক্ত তেলের কারণে মুখ ম্লান দেখায়।

তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন ভারতের মতো উষ্ণ-আর্দ্র আবহাওয়া এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষই। তবে তৈলাক্ত ত্বক ভাল না খারাপ তা নিয়ে প্রশ্ন থেকে যেতেই পারে। ত্বকের আর্দ্রতা বজায় রাখা ত্বক চর্চার অন্যতম অঙ্গ। সেখানে যাঁদের তৈলাক্ত ত্বক তাঁরা স্বাভাবিক ভাবেই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পারেন, ফলে বাড়তি একটা সুবিধা তো থাকেই। তবে অনেক সময়ই অতিরিক্ত তেলের কারণে মুখ ম্লান দেখায়।
সমস্যার আরও একটি দিক রয়েছে। তৈলাক্ত ত্বকের অধিকারী মানুষ অনেক সময়ই দ্বিধায় ভোগেন, ঠিক কী ভাবে ত্বক চর্চা করবেন তা নিয়ে। তাঁরা মুখে ময়েশ্চারাইজার লাগাতে ভয় পান। কারণ এর ফলে মুখ আরও তেলতেলে লাগতে পারে।
advertisement
কিন্তু সত্যিটা কী? তৈলাক্ত ত্বকে ময়েশ্চরাইজার লাগানো উচিত কিনা! কী ভাবেই বা বোঝা যাবে কারও ত্বক আদৌ তৈলাক্ত কি না! জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
সাধারণত তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দেখা যায় ক্লিনজিংয়ের এক ঘণ্টার মধ্যেই মুখের ত্বক চকচক করতে থাকে। বিশেষ করে টি-জোন এলাকায়। মুখের এই অংশ সব থেকে বেশি তেল নিঃসরণ করে থাকে।
প্রায়ই মুখে নানা অংশে ব্রণ ফুসকুড়ি দেখা দিতে পারে। বিশেষত মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাবের ঠিক আগে।
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে আরও একটি বড় সমস্যা হল নাকে ব্ল্যাকহেডস প্রবণতা। পাশাপাশি ত্বকে বড় ছিদ্রও হয়ে যেতে পারে।
advertisement
কিন্তু এত কিছুর পরেও তৈলাক্ত ত্বকেরও যত্নের প্রয়োজন, আর্দ্রতার প্রয়োজন।
তৈলাক্ত ত্বকে কেন ময়েশ্চারাইজার প্রয়োজন?
তৈলাক্ত ত্বকের মূল সমস্যা হল সিবাম উৎপাদন। এই অতিরিক্ত সিবামের কারণেই ব্রণ হয় আবার ত্বকে অতিরিক্ত তেলও বেরোয়। কিন্তু এর অর্থ একেবারেই এই নয় যে ত্বক যথেষ্ট আর্দ্র। বরং উল্টোটাই। ত্বক যে হেতু প্রচুর পরিমাণ তেল উৎপাদন করে, তাই ত্বকে প্রয়োজনীয় জলের অভাব হতে পারে। অন্য দিকে, ত্বক থেকে এই অতিরিক্ত তেল অপসারণের কারণে আর্দ্রতা হ্রাস করার চেষ্টা করেন অনেকেই, যা আসলে ত্বকের স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে।
advertisement
বাইরে থেকে প্রয়োগ করা ময়েশ্চারাইজার ত্বকের বাইরের স্তরে জল ধরে রাখতে সহায়তা করে থাকে। ময়েশ্চারাইজারের বিভিন্ন উপাদান একদিকে ত্বকে জল আকর্ষণ করে। অন্য দিকে, এমন একটি সুরক্ষা প্রাচীর তৈরি করে যা ত্বকে জল ধরে রাখতে সহায়ক হয়।
সমস্যা কোথায়?
সাধারণত যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা সব সময় তেল নিয়ন্ত্রণ করতে চান। সে কারণে নানা ধরনের পণ্য ব্যবহার করেন। এ ধরনের স্কিন কেয়ার দ্রব্য ত্বকে কোনও রকম আর্দ্রতা বজায় না রেখেই তেল নিয়ন্ত্রণ করতে শুরু করে। এতে ত্বকে ডিহাইড্রেশন হতে পারে। তাই ত্বককে হাইড্রেট করা অত্যন্ত প্রয়োজন। তবে হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে বাইরে থেকে কোনও পণ্য প্রয়োগ করার ফলে যেন ত্বকে অতিরিক্ত তেল না ঢোকে।
advertisement
বাইরে থেকে কোনও পণ্য প্রয়োগ করে তেল নিঃসরণে বাধা দিলে ত্বকের ভিতরে থাকা সেবেসিয়াস গ্রন্থি সজাগ হয়ে উঠে। আর সে আরও বেশি করে তেল উৎপাদন করে ক্ষতিপূরণ করতে চায়। এর ফলে ত্বকের রন্ধ্রগুলির মুখ বন্ধ হয়ে যেতে পারে। তার ফলেই দেখা দিতে পারে ব্রণ এবং ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডসের মতো সমস্যা।
advertisement
কী কী এড়িয়ে চলা দরকার?
১. তৈলাক্ত ত্বক হলে সোডিয়াম লরেথ সালফেট এবং সোডিয়াম লরিল সালফেটের মতো ক্ষারীয় সার্ফ্যাক্ট্যান্টযুক্ত পণ্য ব্যবহার করা বন্ধ করতে হবে। এরা ত্বক শুষ্ক করে। ত্বকের অ্যাসিড স্তর সাধারণত ত্বককে ময়লা এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। এই ধরনের রাসায়নিক এই স্তরের ক্ষতি করতে বা পরিবর্তিত করতে পারে। ফলে বাইরের দূষণ থেকে ত্বক রক্ষা করা মুশকিল হতে পারে।
advertisement
২. তৈলাক্ত ত্বকে একেবারেই ব্যবহার করা যাবে না ক্রিম এবং লোশন। এগুলি খুব ঘন এবং শুধুমাত্র ত্বকের উপরে বসে, শোষিত হয় না। তার ফলে তৈলাক্ততা বাড়ে। রন্ধ্রগুলিও বন্ধ হয়ে যায়।
মনে রাখতে হবে—
একটি নন-কমেডোজেনিস ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। যা ত্বকের ছিদ্রগুলিকে আটকে রাখবে না।
এমন ময়েশ্চারাইজার বেছে নিতে হবে যা হালকা, তেল-মুক্ত এবং দ্রুত শোষিত হতে পারে।
এসেনসিয়াল অয়েল যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার এড়িয়ে চলতে হবে। বরং অ্যালোভেরা জেল, গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে এমন একটি ময়েশ্চারাইজার বেছে নেওয়া ভাল।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
তৈলাক্ত ত্বক? এই শীতে কি তাহলে ময়েশ্চারাইজারটা বাদই দেবেন? কোনটা করা উচিত
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement