স্ক্যাল্প সিরাম চুলের স্বাস্থ্যের জন্য উপকারী কেন, আসুন জেনে নেওয়া যাক

Last Updated:

স্বাস্থ্যকর এবং পুষ্টিকর চুল পেতে সময় বের করে নিয়মিত স্ক্যাল্প সিরাম ব্যবহার করুন। scalp serum for your hair

বর্তমানে স্ক্যাল্প সিরাম আমাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সুন্দর এবং স্বাস্থ্যকর চুলের জন্য ভালো ব্র্যান্ডের স্ক্যাল্প সিরাম ব্যবহার করা খুবই জরুরি। নিয়মিতভাবে এর ব্যবহার আপনার চুলের সমস্যাগুলি দূর করে ভিতর থেকে চুলকে মজবুত এবং পুষ্টিকর বানিয়ে তুলতে সাহায্য করে।
সিরামে বিশেষ কিছু ফর্মুলেশন আছে :
এক মধ্যে থাকা প্রয়োজনীয় উপাদানগুলি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন রুক্ষতা , তৈলাক্ত ভাব , খুশকি , লিম্প হেয়ার এসব হ্রাস করে এবং ভিতর থেকে চুলকে আরও বেশি মজবুত এবং শক্তিশালী বানিয়ে তোলে। চুলের বিভিন্ন ধরণ এবং সমস্যাকে মাথায় রেখে এই ফর্মুলাটি তৈরি করা হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে এর মধ্যে অনেকধরণের পরিবর্তনও আনা হয় যা ফর্মুলেশনগুলোকে আরও উন্নত করে তোলে।
advertisement
সিরাম মূল থেকে কাজ করে :
আমরা চুলের পরিচর্চা করতে গিয়ে প্রায়ই চুলের শিকড়ের যত্ন নিতে ভুলে যায় যা চুলের স্ট্র্যান্ডগুলোকেও দুর্বল করে দেয়। সেজন্য আপনার উচিত সঠিক কোন সিরাম চুলের জন্য ব্যবহার করা যা চুলের শিকড় বা গোড়া থেকে চুলকে পুষ্টি জোগাবে এবং শুষ্কতা দূর করে চুলকে স্বাস্থ্যকর ও সুন্দর করে তুলবে।
advertisement
advertisement
বেশি প্রোডাক্ট ব্যবহার না করে চুলকে উজ্জ্বল রাখে :
বেশি কসমেটিকস ব্যবহার না করে শুধু সিরামেরে সাহায্যে আপনার মাথার ত্বককে সুস্থ রাখুন। আমাদের মধ্যে অনেকেই চুলের উজ্জ্বলতা বজায় রাখার জন্য বিভিন্ন ধরণের প্রোডাক্ট বাজার থেকে কিনে সেগুলো ব্যবহার করি। চুলকে সুন্দর দেখাতে ঘন ঘন ক্রিম এবং জেলের ব্যবহার আপনার চুলের আরও বেশি ক্ষতি করতে পারে , চুলকে শুষ্ক বানাতে পারে।
advertisement
চুলের সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে :
আপনি যদি চুলকে স্টাইলিশ বানাতে হেয়ার ডাই কিংবা হেয়ার ব্লো ব্যবহার করে থাকেন তবে অজান্তে নিজের চুলের ক্ষতি ডেকে আনছেন। চুলকে কিছুক্ষনের জন্য সুন্দর না বানিয়ে তার চিরকালীন সৌন্দর্য বজায় রাখতে স্ক্যাল্প সিরাম ব্যবহার করুন। চুলের গোড়া থেকে চুলের ডগা অবধি চুলকে মজবুত বানান। প্রতিদিন স্নানের পর স্ক্যাল্প সিরাম প্রয়োগ করুন এবং আপনার চুলের সৌন্দর্যে সকলকে তাকে লাগিয়ে দিন।
advertisement
খুশকি থেকে চুলকে রক্ষা করে :
খুশকি এবং চুলের সমস্যার হাত থেকে দীর্ঘমেয়াদি সমাধান চাইলে অবশ্যই স্ক্যাল্প সিরাম ব্যবহার করুন। শীতের মরসুমে শুষ্ক বাতাস এবং ঠান্ডা আবহাওয়ার কারণে আমাদের মাথার ত্বক অনেক সময় শুস্ক হয়ে যায় এবং সেগুলি মৃত কোষে পরিণত হয়। এর সঙ্গে বাড়ে চুলকানি এবং বিরক্তিভাব। তাই খুশকি থেকে রেহাই পেতে নিয়মিতভাবে সিরাম ব্যবহার করুন। খুশকি দূর করতে স্ক্যাল্প সিরামের ভূমিকা অতুলনীয়।
advertisement
স্ক্যাল্প সিরাম যেহেতু চুলের গোড়া থেকে কাজ করে তাই এটা চুলের সমস্যাকে ধরে কাছে আসতে দেয়না। প্রিমিয়াম স্কাল্প সিরামগুলো অনেক গবেষণা এবং বিকাশের পর তৈরি করা হয়েছে তাই পুষ্টি এবং গুনমাত্রার দিক দিয়ে এদের জুড়ি নেয়। নিয়মিত সিরামের ব্যবহার আপনার চুলকে সুন্দর এবং উজ্জ্বল করে তুলবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
স্ক্যাল্প সিরাম চুলের স্বাস্থ্যের জন্য উপকারী কেন, আসুন জেনে নেওয়া যাক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement